দিদির অভয় বার্তা পেয়ে স্বস্তি ফিরেছে মতুয়াদের
কল্যাণ অধিকারী, রাজন্যা নিউজ
এসআইআর নিয়ে নভেম্বর মাসের শুরুতে কলকাতায় মমতার মঞ্চে ছিলেন মতুয়াদের একটা বড় অংশ। মাসের শেষ মঙ্গলবার বনগাঁ ত্রিকোণ পার্কের সভায় লক্ষ মতুয়াদের পাশে মমতা বন্দ্যোপাধ্যায়। সেদিন বিজেপির বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ তুলে ধর্মতলা থেকে জোড়াসাঁকো পর্যন্ত মিছিলে ছিলেন তৃণমূল সুপ্রিমো। আর এদিন মতুয়াগড়ে বিজেপিকে চ্যালেঞ্জ জানিয়ে বললেন, ‘‘আমার সঙ্গে খেলতে এসো না!’’
এদিন মঞ্চে দাঁড়িয়ে মতুয়াদের অভয় দিলেন তৃণমূলের সর্বময় নেত্রী। মমতা যখন পাশে থাকার কথা বলছেন, সরমা, মন্দিরা, চিন্তামণি প্রত্যেকের চোখ ভিজে। চিন্তা তো ছিল তবে দিদি পাশে থাকবেন জেনে আশ্বস্ত হয়েছি। এদিন হেলিকপ্টারে আশার কথা থাকলেও তা বাতিল হওয়ায় সড়ক পথে ঠাকুরনগরে সভা মঞ্চে পৌঁছান মুখ্যমন্ত্রী। বারাসাত হয়ে গোটা রাস্তাপথে মানুষজন দাঁড়িয়ে ছিলেন। তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত জোড় করা ছবিতে ছয়লাপ ছিল যাত্রাপথ। মানুষ জনকে দেখে কনভয় থেকে কখনও হাত জোড় করে, কখনও হাত নেড়েছেন মমতা।
কলকাতায় আম্বেদকর মূর্তিতে শ্রদ্ধা জানিয়ে সংবিধানের কপি হাতে নিয়ে মিছিল করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মতুয়া ‘ভাইবোন’দের পাশে থাকা এবং সবদিক দিয়ে সাহায্য করবেন আশ্বস্ত করেছিলেন। তা যে মুখের কথা ছিল না এদিন মতুয়া গড়ে পৌঁছে মমতা বুঝিয়ে দিলেন। তিনি বলেন, ‘‘আমরা থাকতে আপনাদের তাড়াতে দেব না। আমি বলছি, আপনারা ভয় পাবেন না।’’ একইসঙ্গে বিজেপিকে চ্যালেঞ্জ জানিয়ে তিনি বলেন, ‘‘আমার সঙ্গে খেলতে এসো না।’’ মতুয়াদের প্রতি অভয়াবার্তা দিয়ে বলেন, ‘‘আপনারা ভয় পাবেন না। বিজেপি ভয় দেখিয়ে প্রচার করছে। আমি থাকতে কারও গায়ে হাত দিতে দেব না।’’

