পয়লা জানুয়ারি থেকে যুদ্ধ বিরতিতে মাওবাদীরা

রাজন্যা নিউজ ব্যুরো: নকশাল প্রভাবিত গভীর জঙ্গল এলাকা থেকে বড় ধরনের বার্তা এল। মাওবাদী মুখপাত্র অনন্ত ঘোষণা করেছেন, ‘পয়লা জানুয়ারি থেকে মাওবাদী সশস্ত্র ক্যাডাররা যুদ্ধবিরতিতে যাবে।’ নিরাপত্তা সংস্থাগুলির মতে, এই সিদ্ধান্ত দক্ষিণ ছত্তিশগড়ে বডসড় পরিবর্তন আনতে পারে। প্রেস নোটে অনন্ত মাওবাদী ক্যাডারদের উদ্দেশে স্পষ্টভাবে বলেছেন, ‘কেউই আলাদাভাবে আত্মসমর্পণ যেন না করেন। এক্ষেত্রে একত্রে সিদ্ধান্ত নেওয়া হবে।’
অনন্ত আরও বলেন, ‘সরকার যে পুনর্বাসন প্রকল্প চালু করেছে, সেই প্রকল্পের সঙ্গে যুক্ত হওয়াকে আত্মসমর্পণ হিসেবে ব্যাখ্যা করা যাবে না।’ চমকপ্রদ ব্যাপার যে, অনন্ত একটি বাওপেং রেডিও ফ্রিকোয়েন্সি চালু করেছেন, যাতে দলীয় ইউনিটগুলির মধ্যে যোগাযোগ আরও সহজ হয়। নিরাপত্তা বাহিনী মনে করছে, এটি নজিরবিহীন পদক্ষেপ।
বার্তায় মাওবাদী মুখপাত্র অনন্ত দাবি করেছেন, ‘যে সরকার মাওবাদীদের বেশি গুরুত্ব দেবে, সেই সরকারের পাশে থাকা হবে।’ এছাড়া অনন্ত ক্যাডারদের আশ্বস্ত করে এও বলেন, ‘কিছুদিনের জন্য অস্ত্র সংবরণের অর্থ বিশ্বাসঘাতকতা নয়। সশস্ত্র সংগ্রাম কোনও চূড়ান্ত লক্ষ্য নয়। এটি উপায় মাত্র। বর্তমান পরিস্থিতি বিবেচনা করে সংঘাত আরও বাড়ানোর বদলে নতুন করে চিন্তাভাবনার সময় এসেছে।’ এদিকে নিরাপত্তা সংস্থাগুলি এখন খতিয়ে দেখছে, যুদ্ধবিরতি ঘোষণার পরে তার বাস্তব প্রয়োগ কতদূর পর্যন্ত সম্ভব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *