তাজপুর ওয়েলফেয়ার ফাউন্ডেশনের এইডস সচেতনতা প্রচারাভিযান

রাজন্যা নিউজ আমতা

তাজপুর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে এবং পশ্চিমবঙ্গ রাজ্য এইডস নিয়ন্ত্রণ ও প্রতিরোধ সংস্থার উদ্যোগে ১ ডিসেম্বর সোমবার এইচআইভি ও এইডস সচেতনতা শিবিরের আয়োজন করা হয়। আমতা-রানিহাটি রোডে ব্যস্ততম রাস্তার মোড়ে এই মারণরোগ নিয়ে সচেতনতার প্রচারাভিযান চালানো হয়। এ দিন এই স্বেচ্ছাসেবী সংস্থার প্রতিনিধিরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পথচলতি মানুষদের মধ্যে রেড রিবন পরিয়ে, লিফলেট বিলি করে সচেতনতার কাজ করেন। পথচলতি মানুষদের মধ্যে ছিলেন বিভিন্ন গণপরিবহণ যেমন টোটো, অটো, বাইক, সাইকেল চালকরা। এ দিন জাতীয় সড়কের পাশে মঞ্চ বেঁধে মাইক বাজিয়ে এইচআইভি/এইডস সচেতনতামূলক প্রচার চালানো হয়। সেই সঙ্গে লিফলেট বিলি করা হয়। এ দিন কয়েকশো মানুষের মধ্যে এই মারণ রোগ বিষয়ে সচেতন করা হয়। এইডস প্রতিরোধের জন্য কি কি ব্যবস্থা নেওয়া দরকার এবং এইডস রোগ যে ছোঁয়াচে নয় সে বিষয়ে যেমন সচেতন করা হয় তেমনি এই মারণ রোগ হলে নিশ্চিত হতে গেলে কিভাবে গোপনীয়তা রেখে রক্ত পরীক্ষা করতে হবে তারও প্রচারাভিযান চলানো হয়। এ দিন সংস্থার তরফে উপস্থিত ছিলেন সংগঠনের সম্পাদক মহসিন আলি খান’সহ সংগঠনের গুরুত্বপূর্ণ সদস্য তাপস কাঁড়ার, নাসিম আখতার মোল্লা, হারুন রসিদ মোল্লা, গোবি¨ ঘুকু প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *