বাংলার মানুষের নাম বাদ দেওয়া চলবে না কমিশনকে কটাক্ষ ফিরহাদের
কল্যাণ অধিকারী, রাজন্যা নিউজ
বাংলার একটাও জেনুইন ভোটারের নাম বাদ দিতে দেব না। বাংলার মানুষের ভোট দেওয়ার অধিকার আছে, সে ভোট দেবে। এসআইআর-এর নাম করে বাংলার মানুষের নাম বাদ দেওয়া চলবে না। আমাদের কর্মীরা ওয়াররুমে বসে জেনুইন ভোটারদের জন্য লড়াই করছে, হাওড়ায় ওয়াররুম পরিদর্শনে এসে জানালেন মন্ত্রী ফিরহাদ হাকিম।
তিনি সিপিএমকে তীব্র কটাক্ষ করেন। সিপিএম বিজেপির সাথে হাত মেলাতে পারে, মিলিয়েছেও। সিপিএম তার ভোট কমিয়ে বিজেপিকে ভোট দিচ্ছে, শুধুমাত্র তৃণমূলকে সরানোর জন্য। কিন্তু বাংলার মানুষ তৃণমূলকে এবং তার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ভরসা করে। তাই বাংলার মানুষের ভোট রক্ষার অধিকারের লড়াই অভিষেক বন্দ্যোপাধ্যায়েরনেতৃত্বে লড়ছি, লড়ব। বাংলার একটাও ভোটারের নাম বাদ দিতে দেব না। শুভেন্দুর ভুয়ো ভোটার অভিযোগ নিয়ে, ফিরহাদ বলেন, “নাচতে না জানলে উঠোন বাঁকা। আগে থেকেই বুঝে গিয়েছে হেরে যাবে, তাই অজুহাত বানাচ্ছে, দিল্লির বসেদের খুশি করার জন্য।”
এসআইআর ইস্যুতে রাজ্যজুড়ে রাজনৈতিক উত্তাপ বাড়ছে। বিভিন্ন এলাকায় ওয়াররুম খুলেছে তৃণমূল। মধ্য হাওড়া বিধানসভা কেন্দ্রের কদমতলায় খোলা হয়েছে বিশেষ ওয়ার রুম। ভোটার তালিকা সংশোধন পর্বে সাধারণ মানুষকে সাহায্য করতেই এই উদ্যোগ। মঙ্গলবার বিকাল চারটে নাগাদ সেখানে পৌঁছান পূর্ত ও নগরোন্নয়ন দফতরের মন্ত্রী ফিরহাদ হাকিম। তাঁকে দেখে কর্মীদের মধ্যে উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতন।

