পাহাড় সফরে নিয়ে যাবে কারা? গাড়ি চালকদের মধ্যে বিবাদ চরমে
রাজন্যা নিউজ ব্যুরো শিলিগুড়ি
ভরা মরশুমে নয়া সংঘাত পাহাড়ে। দার্জিলিংয়ের পাহাড় কারা ঘুরিয়ে দেখাবেন পর্যটকদের, এ নিয়ে গাড়ি চালকদের মধ্যে বিবাদ চরমে পৌঁছল। শিলিগুড়ি ও দার্জিলিংয়ের গাড়ি চালকদের মধ্যে সংঘাতের জেরে পাহাড়ে পর্যটন পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। সমতলের গাড়ি নিয়ে দার্জিলিংয়ের বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে দেখাতে বাধা দেওয়া হচ্ছে, এমনই অভিযোগ তুলে বুধবার জার্নালিস্ট ক্লাবে সাংবাদিক বৈঠক করেন শিলিগুড়ি ও সংলগ্ন এলাকার পর্যটন ব্যবসায়ী, গাড়ি চালক ও মালিকরা। তাঁদের অভিযোগ, গত কয়েকদিন ধরে সমতলের পর্যটকবাহী গাড়িগুলিকে পাহাড়ে উঠতে দিলেও নির্দিষ্ট কয়েকটি পয়েন্টে আটকে দেওয়া হচ্ছে। এর ফলে পরিকল্পনা মতো ভ্রমণ সম্পূর্ণ করতে পারছেন না বহু পর্যটক।
ট্রেনে শিলিগুড়ি পৌঁছে পর্যটকরা গাড়িতে দার্জিলিংয়ের উদ্দেশে রওনা দেন। সেই গাড়ি তাঁদের পাহাড়ে নিয়ে গিয়ে দর্শনীয় স্থানগুলি ঘুরিয়ে দেখায়। কিন্তু, এ নিয়ে সমতল ও পাহাড়ের গাড়ি চালকদের মধ্যে সংঘাত তৈরি হয়েছে। শিলিগুড়িতে বুধবার সাংবাদিক বৈঠক ছিল এ বিষয়েই। ছিলেন পর্যটন ব্যবসায়ী জয়ন্ত মজুমদার, দেবাশিস মৈত্র, এনজেপির ট্যাক্সি চালক ইউনিয়নের কার্যকরী সভাপতি উদয় সাহা এবং শিলিগুড়ি মহকুমার গাড়ি চালক ইউনিয়নের প্রতিনিধিরা। তাঁদের বক্তব্য, সমতল ও পাহাড়ের গাড়ি চালকদের মধ্যে অনভিপ্রেত পরিস্থিতি তৈরি হয়েছে, যা পর্যটন শিল্পের উপরে সরাসরি প্রভাব ফেলছে।
শিলিগুড়ির মেয়র গৌতম দেব বলেন, ‘এতদিন আমি এ বিষয়ে কোনও অভিযোগ পাইনি। বিষয়টি খতিয়ে দেখে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। এই বিরোধের ফলে পর্যটন শিল্পের যাতে ক্ষতি না হয়, সেটা প্রশাসন নজরে রাখছে।’

