মাছ ধরতে গিয়ে আটক থাকা কাঁথির যুবকের পাক জেলে রহস্যমৃত্যু! দেহ ফিরল কাঁথিতে

রাজন্যা নিউজ ব্যুরো

পাকিস্তানের জেলে আটক থাকা কাঁথির মৎস্যজীবীর দেহ ফিরল গ্রামে। পাইকবার গ্রামের বাসিন্দা স্বপনের দেহ আগলে কেঁদে উঠল গোটা গ্রাম। মাছ ধরতে গিয়ে পাকিস্তানের জলপুলিশের হাতে আটক হয়েছিল স্বপন। তাঁকে জেলের মধ্যেই মারধর করে মেরেছে পাকিস্তানের পুলিশ এমনি অভিযোগ গ্রামবাসীদের।

পরিবার সূত্রে খবর, বছর দুই আগে মাছ ধরতে গিয়ে অনিচ্ছাকৃতভাবে জলসীমান্ত অতিক্রম করার অভিযোগে পাকিস্তানের জল পুলিশের হাতে আটক হয়েছিলেন স্বপন। এরপর দীর্ঘ দুই বছর জেলবন্দি থাকার পর হঠাৎ পরিবারের লোকেরা জানতে পারেন, জেলেই স্বপনের মৃত্যু হয়েছে। কিন্তু মৃত্যুর কারণ এখনও স্পষ্ট নয় পরিবারের কাছে।

স্বপনের মৃত্যুর খবর জানতে পারার পরেই স্বরাষ্ট্রমন্ত্রকের দ্বারস্থ হয় পরিবার। এর পরেই তৎপর হয় শাহের মন্ত্রক। পাকিস্তানের তরফেও নয়াদিল্লিতে চিঠি পাঠানো হয় এ বিষয়ে। সেই মতোই গত ৪ ডিসেম্বর আটারি-ওয়াঘা সীমান্ত দিয়ে দেহ হস্তান্তর করা হয়। পাকিস্তানের চিঠিতে জানানো হয়েছিল, শারীরিক অবস্থার অবনতি ঘটে মৃত্যু হয়েছে স্বপনের।

যদিও এ কথা মানতে নারাজ পরিবার। তাদের বক্তব্য, যদি শারীরিক অবস্থার অবনতিই হয়ে থাকে, তা হলে কেন ভালো করে স্বপনের চিকিৎসা করা হল না?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *