তৃতীয় বিশ্বযুদ্ধের সতর্কতা ট্রাম্পের

রাজন্যা নিউজ ব্যুরো ১২ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করেছেন যে, রাশিয়া, ইউক্রেনের চলমান যুদ্ধ অব্যাহত থাকলে তা ‘তৃতীয় বিশ্বযুদ্ধে’ রূপ নিতে পারে। হোয়াইট হাউসে সাংবাদিকদের তিনি জানান, শুধু গত এক মাসেই এ সংঘাতে প্রায় ২৫ হাজার সৈন্যের মৃত্যু হয়েছে। ক্রমবর্ধমান রক্তপাত তাকে গভীরভাবে উদ্বিগ্ন করেছে; এ তথ্য জানিয়েছে এনডিটিভি। তাৎক্ষণিক যুদ্ধবিরতির আহ´ান জানিয়ে ট্রাম্প বলেন, ‘আমি চাই এই হত্যাযজ্ঞ থামুক। গত মাসেই ২৫ হাজার সৈন্য মারা গেছে। এ অবস্থার অবসান দরকার। আমরা খুব কঠোর চেষ্টা করছি। এ ধরনের পরিস্থিতি বিশ্বযুদ্ধে পরিণত হতে পারে। আগেও বলেছি; এভাবে চলতে থাকলে একসময় তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে এগোতে হবে, যা আমরা দেখতে চাই না।’ রাশিয়া, ইউক্রেন সংঘাত নিয়ে ট্রাম্পের অসন্তোষ এখন চরমে। একসময় ‘কয়েক ঘণ্টার মধ্যে’ যুদ্ধ বন্ধ করার প্রতিশ্রুতি দেওয়া ট্রাম্প এখন কার্যত দর্শকের ভূমিকায়, কারণ রাশিয়া নিজ অবস্থানে অনড় এবং ইউরোপীয় মিত্রদের সঙ্গে থাকা ট্রাম্পের তাচ্ছিল্যপূর্ণ বক্তব্যকে ইউক্রেন আমলে নিচ্ছে না। এর আগে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট জানান, শান্তি আলোচনা ধীরগতিতে চলায় প্রেসিডেন্ট অত্যন্ত হতাশ। তিনি শুধু আনুষ্ঠানিক আলাপ-আলোচনার জন্য আলোচনায় বসতে চান না। তিনি আরও বলেন, ‘প্রেসিডেন্ট উভয় পক্ষের ওপরই বিরক্ত। তিনি কেবল কথার কথা শুনতে চান না;চান বাস্তব পদক্ষেপ, চান যুদ্ধের শেষ।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *