বিমান বিভ্রাটের কবলে পড়লেন মেসিও
নিজস্ব প্রতিনিধি: সোমবার সকালেই দিল্লিতে আসার কথা ছিল মেসির, কিন্তু প্রতিকূল আবহাওয়ার কারণে মুম্বই থেকে ত¥ার ব্যক্তিগত বিমান উড়তে পারেনি। দুুপুর পর্যন্ত মুম্বই বিমানবন্দরেই ছিলেন মেসি। দুপুর আড়াইটে নাগাদ নয়াদিল্লির ইন্দিরা গান্ধি আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখেন মেসি। সেখান থেকেই তিনি সরাসরি দ্য লীলা প্যালেস হোটেলের উদ্দেশে রওনা দেন। সেখান থেকে কোটলা স্টেডিয়ামে যান।
কমপক্ষে ১০০টি ফ্লাইট বাতিল করা হয়েছে এবং দিল্লি বিমানবন্দরে ৩০০টিরও বেশি ফ্লাইট লেট হয়েছে।কম দৃশ্যমানতার কারণে দিল্লি থেকে আসা ও ছেড়ে যাওয়া ৯০টিরও বেশি ট্রেন ছয় থেকে সাত ঘন্টা বিলম্বিত হয়েছে।
প্রবল বায়ুদূষণের মধ্যেই সোমবার জনসংযোগের কর্মসূচিতে নামতে হচ্ছে বিশ্বের অন্যতম সেরা ফুটবলার লিওনেল মেসিকে। দিল্লির বর্তমান আবহাওয়ার পরিসংখ্যান বলছে, রাজধানীর বাতাসে একদিন নিঃশ্বাস নেওয়া মানে কার্যত ২৭টি সিগারেট খাওয়ার সমান ক্ষতি শরীরে ঢুকছে।
সোমবার সকালেও ঘন ধোঁয়াশায় ঢেকে ছিল দিল্লি ও সংলগ্ন বিস্তীর্ণ এলাকা। জাহাঙ্গিরপুরা অঞ্চলে এয়ার কোয়ালিটি ইনডেক্স পৌঁছে গিয়েছে ৪৯৮-এ, যা ‘গুরুতর’ পর্যায়ের অনেক ঊর্ধ্বে। রবিবারের তুলনায় সোমবার দূষণের মাত্রা আরও বেড়েছে বলে জানাচ্ছেন পরিবেশ বিশেষজ্ঞরা।
কলকাতায় হোটেলে মেসির সঙ্গে ছবি তোলার খরচ ছিল ১০ লাখ। দিল্লিতে খরচ ১ কোটি। মেসির সঙ্গে একটি হ্যান্ডশেকের জন্য খরচ করা হচ্ছে কোটি টাকা পর্যন্ত!
উল্লেখ্য, দূষণ মোকাবিলায় ডাহা ফেল করেছে বিজেপি শাসিত রেখা গুপ্তার সরকার। কোনও মতে পরিস্থিতি সামাল দেওয়া যাচ্ছে না দিল্লিতে। দূষণের জেরে দিল্লিতে ধোঁয়াশার আস্তরণ রয়েছে। তাতেই একের পর এক বিপত্তি ঘটছে। উদ্বেগজনক হয়ে উঠেছে পরিস্থিতি।

