খসড়া তালিকায় হাওড়ায় বাদ প্রায় সাড়ে চার লাখ

দীপিকা অধিকারী, রাজন্যা নিউজ

খসড়া তালিকা প্রকাশ হল কিন্তু ঝড় উঠল না বঙ্গে। সবই যেমনটা চলছিল ঠিক তেমনি চলছে। রাজ্যজুড়ে কোন বৈপ্লবিক কিছুই হল না। সবার নাম যেমনটা থাকার তেমনি আছে। ওই ১কোটি ৬৩ লক্ষের কি পরিণতি হবে ওইটুকুই আটকে রয়ে গেল। মানুষের মধ্যেও কোন তাপ-উত্তাপ নেই। সোশ্যাল মিডিয়ায় মেসি ইস্যুও চাপা পড়ল না।

মঙ্গলবার প্রকাশিত হয়েছে খসড়া ভোটার তালিকা। কমিশন সূত্রের খবর, প্রকাশিত তালিকায় মোট সংখ্যা ১ কোটি ৬৩ লক্ষ ৫১ হাজার ১৭৩ জনের ক্ষেত্রে কোনও না কোনও তথ্যগত অসঙ্গতি রয়েছে। এদিন সেই তালিকাও জানাল কমিশন। তবে কমিশন এমনটাও জানিয়েছে, কমিশন সূত্রের খবর, অসঙ্গতি থাকা মানেই সবাই নোটিস পাবেন, তা নয়। বরং যেগুলো টেকনিক্যাল এরর কিংবা বিএলওদের ভুল বা অ্যাপের ভুল সেটা আবার রিচেক করা হবে। কিন্তু রাজ্যজুড়ে তেমন আলোড়ন পড়ল না। এর কারণেই কি

তবে এখনকার মত স্থিমিত থেকে গেল।

নির্বাচন কমিশনের পক্ষ থেকে ঘোষণা করা পশ্চিমবঙ্গের ২৪টি জেলায় ৫৮ লক্ষ ২০ হাজার ৮৯৮ জন ভোটারের নাম খসড়া তালিকায় নেই। দক্ষিণ ২৪ পরগনায় সবচেয়ে বেশি নাম বাদ। এই জেলায় ৮ লক্ষেরও বেশি ভোটারের নাম খসড়া তালিকায় নেই। হাওড়ায় ৪ লক্ষ ৪৭ হাজার ২৪০ জন। যা শতাংশের হিসাবে প্রায় ১০ শতাংশের কিছুটা বেশি। ৪ নভেম্বর থেকে বিএলওরা বাড়ি বাড়ি গিয়ে এনুমারেশন ফর্ম দিয়ে এসেছেন। মোট ৩৬৯৩৫৭১ জন ভোটারের এনুমানেশন ফর্ম সংগ্রহ করেছেন বিএলওরা। বাদ গেছে ৪৪৭৩৪১ জনের নাম। এদের মধ্যে আছে মৃত ভোটার ১৭২৪০৯, অন্য জায়গায় চলে গেছেন ১৬৩৫৬৮, খুঁজে পাওয়া যায়নি ৯৪০৫৫, অন্য জায়গায় নাম তুলেছেন ৮৯৪১। এছাড়াও অন্য কিছু ক্যাটেগরিতে গিয়েছে ৮৩৬৮।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *