বৈভবের ১৯০ রান, ঈশানের শতরান (সাব) ৫৭৪ রান করে রেকর্ড বিহারের

রাঁচি, ২৪ ডিসেম্বর:

বিজয় হাজারে ট্রফির শুরুর দিনেই রেকর্ডের ছড়াছড়ি। নজির গড়ে বৈভব সূর্যবংশী ৩৬ বলে শতরান করে। একই ম্যাচে ১৪ বছরের ব্যাটারকে ছাপিয়ে গেলেন তারই অধিনায়ক সাকিবুল গনি। অরুণাচল প্রদেশের বিরুদ্ধে ৩২ বলে শতরান করলেন তিনি। শতরান আয়ুষ আনন্দ লোহারুকাও। সব মিলিয়ে বুধবার বিহার প্লেট গ্রুপে রেকর্ড গড়ে তুলল অরুণাচলের বিরুদ্ধে ৫০ ওভারে ৬ উইকেটে ৫৭৪ রান।ঘরোয়া এবং আন্তর্জাতিক একদিনের ক্রিকেটে (লিস্ট ‘এ’ ক্রিকেট) এটিই সর্বাধিক রানের ইনিংসের বিশ্বরেকর্ড।
তবে বুধবারই অবশ্য ভেঙে যেতে পারত বিহারের অধিনায়কের রেকর্ড। ঝাড়খন্ডের ব্যাটার ঈশান কিষান কর্নাটকের (এলিট গ্রুপে) বিরুদ্ধে ৩৩ বলে শতরান করেন।
রাঁচিতে টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে শুরুতেই বৈভব-ঝড়। মাত্র ৩৬ বলে শতরানের ইনিংসে ছিল ১০টি চার ও ৮টি ছয়। বাউন্ডারি থেকেই এসেছে ৮৮ রান। তবে অল্পের জন্য দ্বি-শতরান হাতছাড়া হল তার। শেষ পর্যন্ত ১৯০ রানে ফিরে যায়। ৮৪ বলের ইনিংস সাজানো ছিল ১৬টি চার ও ১৫টি ছয় দিয়ে। বাউন্ডারি থেকেই তার রান ওঠে ১৫৪।
এর প্রায় আড়াই ঘণ্টা পর নয়া নজির গড়েন সাকিবুল। তিনি ভেঙে দিলেন বিহারের হয়ে একদিনের ক্রিকেটে দ্রুততম শতরানের নজির। তিনি করলেন ৪০ বলে ১২৮। তাঁর ইনিংস সাজানো ১০ চার এবং ১২ ছয় দিয়ে। তবে প্রথম শ্রেণির ক্রিকেটে সর্বকনিষ্ঠ হিসেবে শতরানের নজির রয়ে গিয়েছে বৈভবের। আয়ুষ করেন ৫৬ বলে ১১৬।
সর্বাধিক রানের তালিকায় দ্বিতীয় স্থানে তামিলনাড়ু। ২০২২ সালে এই অরুণাচলের বিরুদ্ধেই তামিলনাড়ু তুলেছিল ২ উইকেটে ৫০৬। তিনে রয়েছে ইংল্যান্ড। ২০২২ সালে আমস্টেলভিন নেদারল্যান্ডসের বিরুদ্ধে তারা করেছিল ৪ উইকেটে ৪৯৮ রান। আরও একটি নজির হল, বিহারের ব্যাটাররা সব মিলিয়ে এদিন ৩৮টি ছয় মারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *