‘বাংলা বলা অপরাধ নয়’ ওড়িশায় শ্রমিক খুনে ফুঁসে উঠলেন মমতা

রাজন্যা নিউজ ব্যুরো কলকাতা: একের পর এক বিজেপি শাসিত রাজ্যে বাঙালি পরিযায়ী শ্রমিক খুন হচ্ছে। গত বৃহস্পতিবার বিজেপি শাসিত ওড়িশায় মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিক জুয়েল রানাকে মুসলিম হওয়ার ‘অপরাধে’ পিটিয়ে খুন করা হয়েছে। অভিযোগ খুনিরা বিজেপি কর্মী। এইভাবে একের পর এক বাঙালি পরিযায়ী শ্রমিক খুনে এবার ফুঁসে উঠলেন মুখ্যমন্ত্রী মমতা ব¨্যােপাধ্যায়। শনিবার তিনি ট্যুইট করে নিজের ক্ষোভ প্রকাশ করেছেন। ট্যুইটে মুখ্যমন্ত্রী লিখেছেন, ‘বাংলা ভাষা বলা কোনও অপরাধ হতে পারে না।’
মমতা বন্দ্যোপাধ্যায় নিজের সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, বিজেপি শাসিত রাজ্যে আক্রমণের শিকার হচ্ছেন বাঙালিরা। নিগৃহীত করা হচ্ছে তাঁদের। মমতা লিখেছেন, ‘প্রতিটি বিজেপি শাসিত রাজ্যে বাংলাভাষী মানুষের উপর যে নির্মম অত্যাচার ও নিগ্রহ নেমে এসেছে আমরা তাকে তীব্র ধিক্কার জানাচ্ছি। আমরা নিগৃহীত, সন্ত্রস্ত ও অত্যাচারিত সেইসব পরিযায়ী বাংলাভাষী পরিবারের পাশে আছি। সেই সব পরিবারকে আমরা সমস্ত রকম সমর্থন দেব। মানুষের জীবনের বিনিময়ে কোনও মূল্য হয় না, কিন্তু যেসব ক্ষেত্রে মৃত্যু ঘটছে সেইসব ক্ষেত্রে আমাদের অর্থনৈতিক ক্ষতিপূরণের অঙ্গীকার রইল।’
মুখ্যমন্ত্রী এও জানিয়েছেন, আর্থিক সমর্থন দেওয়া হবে। তিনি লিখেছেন, ‘অতি সম্প্রতি জঙ্গিপুর এলাকার কিছু পরিযায়ী শ্রমিকের উপর বিজেপি-শাসিত ওড়িশা রাজ্যে নানা অত্যাচার নেমে এসেছে। এটা খুবই দুর্ভাগ্যজনক যে জঙ্গিপুরের সুতি এলাকার এক তরুণ পরিযায়ী শ্রমিককে সম্বলপুরে ২৪ ডিসেম্বর তারিখে পিটিয়ে মারা হয়েছে। মুর্শিদাবাদে পরিযায়ী শ্রমিকরা ওড়িশা থেকে সন্ত্রস্ত হয়ে বাড়ি ফিরছেন। এই মর্মান্তিক ঘটনায় আমরা পরিবারগুলির সঙ্গে আছি এবং নিহতের পরিবারের প্রতি আমাদের আর্থিক সহায়তাও পৌঁছে যাবে।’
উল্লেখ্য, জুয়েল রানার মৃত্যুর ঘটনায় ইতিমধ্যেই সুতি থানায় একটি ‘জিরো’ এফআইআর করা হয়েছে রাজ্য পুলিশের তরফে। ওডিশায় ইতিমধ্যেই ঘটনার অনুসন্ধানে রাজ্য পুলিশের একটি টিম পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *