২৭ জানুয়ারি হাওড়ায় আসছেন অভিষেক!

কল্যাণ অধিকারী, রাজন্যা নিউজ

বড়জোর তিন মাস তারপরেই বাংলায় ভোটের নির্ঘণ্ট প্রকাশ হতে পারে। জানুয়ারি মাসেই বাংলা-সহ ৫ রাজ্যের ভোট প্রস্তুতিতে বৈঠকে বসতে চলেছে নির্বাচন কমিশন। তার আগেই রাজ্য জুড়ে চষে ফেলতে মাঠে নামছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগামী ২ তারিখ থেকে রাস্তায় থাকব ঘোষণা করে দিয়েছেন। জানা যাচ্ছে, আগামী ২৭ জানুয়ারি হাওড়ার গ্রামীণ এবং সদর-দুই সাংগঠনিকে থাকবেন ডায়মন্ড হারবারের সাংসদ তথা তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক।
গত পঞ্চায়েত নির্বাচনের আগে রাজ্য জুড়ে নব জোয়ার যাত্রা করেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। সেই সময় তৃণমূল নব জোয়ার নামে একটি টুইটার (অধুনা এক্স) হ্যান্ডল তৈরি হয়েছিল। এবার নীল বাড়ির লড়াইয়ের আগে রাজ্যের উত্তর থেকে দক্ষিণ বঙ্গের বিভিন্ন জেলা সফর শুরু অভিষেকের! এই কর্মসূচির আয়োজন করেই নির্বাচনের আগে রাজনৈতিক জমি চষতে নামতে চলেছেন তিনি। জানুয়ারি ২ তারিখ থেকে শুরু হবে এই কর্মসূচি। ২৭ জানুয়ারি হাওড়ার গ্রামীণ এবং সদর দুই সাংগঠনিক জেলায় থাকবেন অভিষেক। জানা যাচ্ছে দলের প্রথম সারির সব নেতা-নেত্রী মন্ত্রী, সাংসদ, বিধায়করা অংশগ্রহণ করবেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে গত ১৪ বছরের কাজের পরিসংখ্যান তুলে ধরা হবে।
বিধানসভা ভোটের আগে গুচ্ছ কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। তাঁর নির্দেশেই গোটা জানুয়ারি মাস জুড়ে কর্মসূচি ঘোষণা করে দিলেন সেনাপতি অভিষেক এমনটাই মনে করছে রাজনৈতিক মহল। শুরু হবে দক্ষিণ ২৪ পরগনা থেকে। তার পর থেকে কখনও উত্তরবঙ্গে, কখনও দক্ষিণবঙ্গে থাকবেন তিনি। আসবেন হাওড়াতেও। এই ঘোষণার পরেই রাজ্যের বিভিন্ন জেলায় শুরু হয়েছে জোর জল্পনা। অনেকেই মনে করছেন রাজ্যের বিভিন্ন জেলা সফরের মধ্য দিয়ে দলের সমস্ত নেতা-নেত্রীর সঙ্গে চোখে চোখ রেখে সমস্তটা খতিয়ে দেখতে চান। একি সঙ্গে জেলায়-জেলায় দলের মধ্যে কোন গোষ্ঠী দ্বন্দ্ব রয়েছে কিনা থাকলেও তা মিটিয়ে নিয়ে একসাথে জোটবদ্ধ হওয়া, ঐক্যবদ্ধ হওয়ার বার্তা দেবেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *