সম্প্রীতির বার্তা দিয়েই শেষ হল সম্প্রীতি উৎসব
কল্যাণ অধিকারী, রাজন্যা নিউজ
১৪-তম বর্ষের সম্প্রীতি উৎসব শেষ হল আমতায়। গত ২৫ ডিসেম্বর মন্ত্রী পুলক রায় সূচনা করেছিলেন এই উৎসবের। গ্রাম-বাংলায় সম্প্রীতির বাঁধনে এমন উৎসবের প্রয়োজন রয়েছে বলে জানান পুলক রায়। আমতার বিধায়ক সুকান্ত পালের উদ্যোগে এই মেলার জন্য শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।
গ্রামীণ হাওড়ার আমতার তাজপুর কালীতলা প্রাঙ্গণে প্রথম দিন থেকে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। মঞ্চ সাজানো হয়েছিল সাম্প্রদায়িক সম্প্রীতিকে সামনে রেখে। মঞ্চ মাতিয়ে গিয়েছেন সঙ্গীতশিল্পী লোপামুদ্রা মিত্র, সত্যজিৎ দাস। এসেছিলেন টলিপাড়ার জনপ্রিয় অভিনেতা-অভিনেত্রী অঙ্কুশ হাজরা এবং ঐন্দ্রিলা সেন। এছাড়া দলগত নৃত্য প্রতিযোগিতায় আটটি দল অংশ নেয়। ছিল অঙ্কন প্রতিযোগিতা। স্বাস্থ্য শিবিরের আয়োজন ছিল। চক্ষু, জেনারেল মেডিসিন, এবং স্ত্রী রোগ বিশেষজ্ঞরা গ্রামবাসীদের স্বাস্থ্য পরীক্ষা করেন। পাশাপাশি পশ্চিমবঙ্গ সরকার বাংলার জন্য যে সমস্ত উন্নয়নমূলক প্রকল্প চালু রেখেছে, সেইসমস্ত বিভিন্ন প্রকল্প তুলে ধরা হয়েছিল।
সুকান্ত বলেন, এবারের মঞ্চ সাজিয়ে তোলা হয়েছিল সাম্প্রদায়িক সম্প্রীতিকে সামনে রেখে। শিল্পী হরিসাধন দাসের তত্ত্বাবধানে। সঙ্গীত পরিবেশন করেন রাজ্যের মন্ত্রী তথা সঙ্গীতশিল্পী ইন্দ্রনীল সেন, সঙ্গীত শিল্পী গুরুজিৎ সিং। এবারে উপভোক্তা বিষয়ক সচেতনতা, কৃষি দপ্তরের স্টল, সার্বিক পরিচ্ছনতার উপর স্টল করা হয়েছিল। উপচে পড়া ভিড় ছিল প্রতিদিন। শেষ দিনে বাংলার লোকআঙ্গিক নৃত্যের মাধ্যমে তুলে ধরেন শিল্পীরা।

