খোড়প হাইস্কুলে জমজমাট ফুড ফেস্টিভ্যাল
কল্যাণ অধিকারী, এডিটর রাজন্যা নিউজ
শীতের বারবেলা। এ লগন রোদ পোহানোর। এমন একটি দিনে স্কুলের মাঠে কড়াইশুঁটির কচুরির ঘ্রাণ, ভেজ রাইস, নানপুরি, নবরত্ন কারি, ভেজ মাঞ্চুরিয়ান, আচারিয়া আলু, চিলি চিকেন, চাউমিন, চানা মশালা, আলু কাবলি, নিমকিভাজা, ঘুগনি, চিকেন পকোড়া, রসমালাই, পাটিসাপটা পিঠা, পিঠেপুলি, জিভে জল আনা জিভে ভাজা। এমনই সব সুস্বাদু ও লোভনীয় খাবারে প্রথম বার ফুড ফেস্টিভ্যালের আসর খোড়প হাইস্কুলে। কোনটা ছেড়ে কোনটায় হাত দেবে বুঝতে পারছে না পড়ুয়া থেকে শিক্ষক-শিক্ষিকারা।
আমতায় এখন কনকনে শীত। প্রায় দিন তাপমাত্রা ১০ডিগ্রি। কুয়াশা মাখা দিনে সূর্য উঠছে বহু দেরিতে। কিন্তু তাতে কি? এমন শীতের দিনেই বুধবার আমতার খোড়প হাইস্কুলে জমজমাট ফুড ফেস্টিভ্যালের আসর। স্কুলের সামনে খোলা মাঠে রান্না করা খাবার পরিবেশনে সবটাই পড়ুয়ারা। এমন একটা অভাবনীয় অনুষ্ঠান ঘিরে পড়ুয়াদের আনন্দই যেন দ্বিগুণ। কেনাকাটা করছে পড়ুয়ারা। শিক্ষক-শিক্ষিকারাও সেখানে ভিড় জমান। বিভিন্ন স্টলে সাজানো ছিল চাউমিন, ভেজ পকোড়া, ভেজ মোমো, ফুচকা, পাপড়ি চাট, আলু কাবলি, ঘুগনি-সহ জিভে জল আনা সব খাবার। খাবার কিনে খেয়েছেন প্রত্যেকে। তবে সকলের মন ছুঁয়ে গেছে পিঠেপুলি।
শিক্ষক-শিক্ষিকারা জানান, আমাদের স্কুলের ফুড ফেস্টিভ্যালটা সকলের মন কেড়েছে। পড়ুয়ারা ভীষণ উৎসাহের সঙ্গে খাদ্য উৎসবে মেতে উঠল। ওঁদের আনন্দই তো আমাদের মন ভালো করে দেয়। এদিন পড়ুয়া, অভিভাবক এবং শিক্ষক-শিক্ষিকারা সকলেই এ দিন ওই স্টল থেকেই খাবার কিনে খেয়েছেন।

