দিনাজপুরে বাড়ছে আসন টার্গেট ফিক্সড অভিষেকের


রাজন্যা নিউজ ব্যুরো, ইটাহার:

‘যতই করো হামলা, আবার জিতবে বাংলা’ এই কর্মসূচিকে সামনে রেখে ময়দানে নেমে পড়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। উত্তর থেকে দক্ষিণ, একের পর এক জেলায় ছুটে যাচ্ছেন। এই কর্মসূচীর অংশ হিসাবে বুধবার উত্তর দিনাজপুর জেলার ইটাহারে রোড শো করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। নজর কাড়া কর্মী-সমর্থকদের ভিড়ের মাঝে গাড়ির ছাদ থেকে আবেগপূর্ণ হয়ে অভিষেক সমর্থকদের উদ্দেশ্যে ছুঁড়লেন গোলাপের পাপড়ি। নজর কাড়া ভিড় দেখে আবেগে ভাসলেন অভিষেক। ইটাহার থেকে বিজেপিকে নিশানা করেন তিনি বলেন, যতবার লুটেছে ভোকাট্টা হয়েছে বিজেপি। এখানেও তিনি দলীয় কর্মীদের টার্গেট ফিক্সড করে দেন। আসন বাড়াতে হবে। তিনি বলেন, ‘উত্তর দিনাজপুরে ৯টা এবং দক্ষিণ দিনাজপুরের ৬টা আসন। অর্থাৎ ১৫-০ করতে হবে।’ তবে আগামী নির্বাচনে ইটাহার থেকে সবথেকে বেশি লিড পাওয়া যাবে বলেও এদিন মন্তব্য করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
দলীয় কর্মী সমর্থকদের উদ্দেশ্যে বিজেপির মন্তব্য বাংলাকে অপমান করার জবাব দিতে হবে, বাংলাকে ভাতে মারার চেষ্টার জবাব দিতে হবে, অনুপ্রবেশকারী বলছে, অমর্ত্য সেনকে নোটিশ দিয়েছে। অভিষেক বলেন, বিজেপির এজেন্সি আছে ,বিজেপির কেন্দ্রীয় বাহিনী আছে, বিজেপির নির্বাচন কমিশন আছে। আর তৃণমূলের পাশে আছে বাংলার ১০ কোটি মানুষ। অভিষেক আরো বলেন, বাংলায় কথা বললেই বাংলাদেশি বলে ধরে নিয়ে যাচ্ছে। বুধবার এর আগে বালুরঘাটে পরিযায়ী শ্রমিকদের বাড়িতে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়। দীর্ঘ সাত মাস পর জেল থেকে মুক্তি পাওয়ার পর বালুরঘাটের লক্ষ্মীপুরের তাদের বাড়িতে ফিরে কি দেখলেন বাড়ির হাল ও কি খেলেন। শুধু ডাল ভাত খাওয়ার কথা শুনে অভিষেককে এও বলতে শোনা গেল, নিজের বাড়িতে ডাল ভাত খেয়ে থাকাও আনন্দের। এরপরেই তাদের হাতে হলুদ কাগজের প্যাকেট তুলে দিতেও দেখা যায়। যদিও কেন্দ্রীয় মন্ত্রী তথা বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার অভিযোগ মিথ্যে বলে উড়িয়ে দিয়ে বলেন, ওই গৌতম বর্মনের স্ত্রীর একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করে দিয়েছি। যেখানে উনি বলছেন, আমি উনাকে আশ্বস্ত করে তখন ওকে ছাড়ানোর ব্যাপারে একজনকে ফোন করেছিলাম। আসলে তৃণমূল এতদিন আমার বিরুদ্ধে কিছু না করতে পেরে তাই ওদের দিয়ে মিথ্যে বলিয়ে নোংরা রাজনীতি করছে। সুকান্ত মজুমদার বরং পালটা তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ করে বলেন, আমার কাছে খবর রয়েছে ওই পরিবারকে দুই লক্ষ টাকা দিয়ে ও চাকরি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে তাদের দিয়ে তার বিরুদ্ধে এই মিথ্যে বলিয়ে নিয়ে ফায়দা লোটার চেষ্টা চালাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *