গঙ্গাসাগরে ডুবকি দিলেন তৃতীয় লিঙ্গের সাধুরা
কল্যাণ অধিকারী, এডিটর রাজন্যা নিউজ
প্রথমবার গঙ্গাসাগরে উপস্থিত হয়েছেন তৃতীয় লিঙ্গের সাধুরা। বৃহস্পতিবার সাগরে ডুবকি দেবার আগে তাঁদের উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। সাগরে ২নং ঘাটের পাশ দিয়ে নেমে গেলেন স্নানের উদ্দেশ্যে। তাঁদের ঘিরে সাধারণ মানুষের মন্ধ্যে ছিল উন্মাদনা।.
গঙ্গাসাগারে প্রথমবার এসেছেন। তাঁদের জন্য আখড়ার ব্যবস্থাও করা হয়েছে। যদিও তাঁদের জন্য কোন সিকিউরিটি না থাকার জন্য কিছুটা অভিযোগের সুর। জানালেন, আমাদের সিকিউরিটি বাউন্সার দরকার নেই, আমরা মানুষের পাশে থাকতে চাই। সাধু তো সমাজের জন্য বাঁচে আর কি দরকার। প্রশাসন আমাদের কোনপ্রকার সাহায্য করেনি। তবে আগামীদিনে নিশ্চয়ই করবেন। এখানে আবারও আসব। স্নান করব। বেনারস আখড়া থেকে এসেছেন বলেও জানালেন। এরপর ১নং ঘাট দিয়ে গঙ্গাসাগরে ডুব দিলেন।
বৃহস্পতিবার দুপুর ১টা ১৯ মিনিট পর্যন্ত পুণ্যস্নানের শুভ লগ্ন রয়েছে। তাই এই সময়ের মধ্যেই লক্ষ-লক্ষ পুণ্যার্থী সাগরে ডুবকি দেবেন বলে আশা করা হচ্ছে। রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস জানান, পর্যাপ্ত পরিমাণ পানীয় জলের ব্যবস্থা রাখা হয়েছে। অতিথি, পুণ্যার্থীদের থাকারও অভাব হবে না। তাঁর দাবি, ‘‘ভিনরাজ্যের পুণ্যার্থীরাও আমাদের ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করেছেন। মেলায় প্রায় ১৫০টি স্বেচ্ছাসেবী সংস্থা, প্রায় ১০ হাজার কর্মী নিরলসভাবে কাজ করে চলেছেন।’’

