আইপ্যাক-কান্ডে সুপ্রিম কোর্টের নির্দেশ রাজ্য সরকার এবং পুলিশের বিপক্ষে

রাজন্যা নিউজ ব্যুরো

ইডির বিরুদ্ধে তদন্তে স্থগিতাদেশ, ফুটেজ ও নথি সংরক্ষণের নির্দেশ দিয়ে সুপ্রিম কোর্ট বলল, দলের কাজকর্মে এজেন্সি-হস্তক্ষেপ নয়। প্রথমদিনের শুনানির শেষে সুপ্রিম কোর্টের নির্দেশ দৃশ্যতই রাজ্য সরকার এবং পুলিশের বিপক্ষে গিয়েছে। তবে আদালতের পর্যবেক্ষণগুলির কারণে এই মুহূর্তে ‘হতোদ্যম’ হচ্ছে না রাজ্য সরকার। যেমন হাল ছাড়ছে না তৃণমূলও। দলের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন, ‘‘সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়ে থাকলে ঠিক আছে। কিন্তু মামলা তো শেষ হয়ে যায়নি। ইডি অভিযআন শেষ করার পরে যে ‘পঞ্চনামা’ লিখেছে, সেটা আমাদের হাতে আছে। প্রয়োজনে সেটা এবং আরও তথ্য আমার সুপ্রিম কোর্টে জমা দেব। আদালতে আইনি লড়াই হবে।’’ তাঁর আরও প্রশ্ন, ‘‘আইপ্যাকের অফিস তো হায়দরাবাদেও আছে। আরও অন্য শহরেও আছে। এই রাজ্যএই কেন অভিযান করা হল?’’

রাজ্যের প্রধান বিরোধীদল বিজেপি বলেছে, পশ্চিমবঙ্গ সরকারের পরাজয় হয়েছে। কারণ, শীর্ষ আদালত ইডির বিরুদ্ধে কলকাতা এবং বিধাননগর পুলিশের করা চারটি এফআইআরের উপর আগামী ৩ ফেব্রুয়ারি পর্যন্ত স্থগিতাদেশ দিয়েছে। অর্থাৎ, ওইদিন পর্যন্ত পুলিশ ইডির বিরুদ্ধে তদন্ত করতে পারবে না। আবার রাজ্যের শাসকদল তৃণমূলের বক্তব্য, মোটেই তা নয়। কারণ, শুনানি পর্বের শেষে রাজ্যের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেছেন, “(শীর্ষ আদালত) বলেছে, এখানে একটি বৃহত্তর প্রশ্ন উঠে আসছে। কেন্দ্রীয় সংস্থা কাজ করার সময়ে বিভিন্ন রাজ্য হস্তক্ষেপ করছে। এটা যেমন একটা প্রশ্ন আছে, তেমনই নির্বাচনের সময়ে কেন্দ্রীয় সংস্থা ‘ইন্টারেস্টিং স্টেপ’ নিচ্ছে বিরোধীশাসিত রাজ্যে। এটিও একটি বিষয়। এটিও শোনা দরকার বলে মনে করছে আদালত।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *