শুক্রে মহারাষ্ট্রে ২৯ পুরভোটের গণনা বুথফেরত সমীক্ষায় এগিয়ে বিজেপি

রাজন্যা নিউজ ব্যুরো

হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনাও নেই তেমন। দেশের বৃহত্তম (জনসংখ্যার নিরিখে) এবং ধনীতম পুরসভা বৃহন্মুম্বই দখলের ক্ষেত্রে উদ্ধব ঠাকরে-রাজ ঠাকরের জুটির তুলনায় অনেকটাই এগিয়ে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ। বৃহস্পতিবার সন্ধ্যায় মুম্বই-সহ মহারাষ্ট্রের ২৯টি পুরসভায় ভোটগ্রহণ পর্ব শেষ হয়েছে। তার পরে প্রকাশিত অধিকাংশ বুথফেরত সমীক্ষাতেই দেশের বাণিজ্যিক রাজধানীতে বিজেপি জোটের জয়ের পূর্বাভাস দেওয়া হয়েছে।

জেভিসি-র বুথফেরত সমীক্ষা জানাচ্ছে, বৃহন্মুম্বই পুরসভায় বিজেপি-শিন্দেসেনা জোট ১৩৮, উদ্ধবের শিবসেনা (ইউবিটি) এবং রাজ ঠাকরের মহারাষ্ট্র নবনির্মাণ সেনার (এমএনএস) জোট (এই জোটে শরদ পওয়ারের নেতৃত্বাধীন এনসিপি-ও রয়েছে) ৫৯ এবং কংগ্রেস ও দলিত নেতা প্রকাশ অম্বেডকরের দল ‘বঞ্চিত বহুজন অঘাড়ী’র (ভিবিএ) জোট ২৩টি আসনে জিততে পারে। ‘অ্যাক্সিস মাই ইন্ডিয়া’র বুথফেরত সমীক্ষা বলছে, বিজেপি ও উপমুখ্যমন্ত্রী একনাথ শিন্দের নেতৃত্বাধীন শিবসেনার জোটের ১৩১-১৫১ এবং উদ্ধবসেনা-এমএনএস-এনসিপি (শরদ) জোটের ৫৮-৬৯টি ওয়ার্ডে জয়ের সম্ভাবনা। কংগ্রেস-ভিবিএ জোটের ঝুলিতে যেতে পারে ১২-১৬টি আসন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *