ঝালদায় পৌঁছাল শহিদ জওয়ান প্রদুমনের কফিনবন্দি দেহ
রাজন্যা নিউজ ব্যুরো
কাশ্মীরে শহিদ প্রদুমন লোহারকে শেষ শ্রদ্ধা জানালেন পুরুলিয়াবাসী। শনিবার ঝালদার পুস্তি হাইßুñল ময়দানে উপচে পড়ল মানুষের ঢল।
গত বৃহস্পতিবার কাশ্মীরের ডোডা জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় শহিদ হন ১০ জন ভারতীয় সেনা জওয়ান। তাঁদের মধ্যেই ছিলেন পুরুলিয়া জেলার ঝালদা থানার পুস্তি গ্রামের ২৬ বছরের সেনা প্রদুমন লোহার। শনিবার সকালে কফিনবন্দি দেহ গ্রামে পৌঁছতেই শেষবার এক ঝলক দেখার জন্য ও শ্রদ্ধা জানাতে পুস্তি হাই ßুñল ময়দানে উপচে পড়ে মানুষের ভিড়।
শহিদকে শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় সিং মাহাত, বাঘমুন্ডির বিধায়ক সুশান্ত মাহাত এবং প্রাক্তন বিধায়ক নেপাল মাহাত। শোকাহত পরিবার পক্ষ থেকে দাদা ভগীরত লোহার জানান, ঘটনার আগের দিনই বাড়িতে ফোন করে প্রদুমন জানিয়েছিলেন, কাশ্মীরে ডিউটি শেষে ফেব্রুয়ারির পাঁচ তারিখ ছুটি নিয়ে বাড়ি ফিরবেন। কিন্তু সেই ফেরা আর হল না, তার আগেই ফিরল কফিনবন্দি দেহ।
ছোটবেলা থেকেই সেনাবাহিনীতে যাওয়ার স্বপ্ন ছিল প্রদুমনের। দেশের সেবাই ছিল তাঁর একমাত্র লক্ষ্য। পরিবারের দাবি, তিনি মা,বাবার একমাত্র সন্তান ছিলেন, সরকার যেন তাঁদের পাশে থাকে। যদিও এদিন উপস্থিত জনপ্রতিনিধিরা পরিবারের পাশে থাকার আশ্বাস দেন এবং শহিদের স্মরণে কিছু করার উদ্যোগ নেওয়ার কথাও জানান। এদিন শেষ শ্রদ্ধা অনুষ্ঠানে জেলা পুলিশ সুপার ও জেলা প্রশাসনের শীর্ষ আধিকারিকদের অনুপস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন সাংসদ জ্যোতির্ময় সিং মাহাত।

