পদ্মশ্রী সম্মান পাচ্ছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়

কল্যাণ অধিকারী, রাজন্যা নিউজ

চার দশকের অভিনয় জীবন, ঝুলিতে ৪০০টিরও বেশি ছবি। এবার পদ্মশ্রী সম্মান পাচ্ছেন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। রবিবার সন্ধেয় পদ্মশ্রী প্রাপকদের তালিকায় প্রকাশ করেছে কেন্দ্রীয় সরকার। সেই তালিকায় জ্বলজ্বল করছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের নাম। পদ্মশ্রী সম্মান পাচ্ছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। ‘ইন্ডাস্ট্রি’র পদ্মশ্রী পাওয়ার খবরে খুশির হাওয়া টলি পাড়ায়। আনন্দিত অনুরাগীরাও। বাংলা ইন্ডাস্ট্রিতে তাঁর আজীবনের অবদানের জন্য এই সম্মান পাচ্ছেন তিনি।

একঝলকে এবছরের বাঙালি পদ্মশ্রী প্রাপকদের তালিকা

জ্যোতিষ দেবনাথ (শিল্পকলা)
হরিমাধব মুখোপাধ্যায় (শিল্পকলা)
কুমার বসু (শিল্পকলা)
মহেন্দ্রনাথ রায় (সাহিত্য এবং শিক্ষা)
প্রসেনজিত্ চট্টোপাধ্যায় (শিল্পকলা)
রবিলাল টুডু (সাহিত্য এবং শিক্ষা)
সরোজ মণ্ডল (চিকিত্সা শাস্ত্র)
তরুণ ভট্টাচার্য (শিল্পকলা)
ত়ৃপ্তি মুখোপাধ্যায় (শিল্পকলা)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *