শুনানি চলাকালীন মাইক্রো অবজার্ভারকে কষিয়ে থাপ্পড় চাঞ্চল্য কুমারগঞ্জ বিডিও অফিসে

রাজন্যা নিউজ ব্যুরো, বালুরঘাট: বাংলায় চলা এসআইআর নিয়ে উঠছে একাধিক অভিযোগ। ছোট্ট ভুলেও মানুষকেও এসআইআরের নোটিস পাঠানো হচ্ছে বলে অভিযোগ উঠছে। যা নিয়ে একাধিকবার সরব হয়েছে তৃণমূল কংগ্রেস। এমনকী সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। শুধু তাই নয়, জনমানসের মধ্যেও বাড়ছে ক্ষোভ। এর মধ্যেই এক মাইক্রো অবজার্ভারকে হেনস্তার অভিযোগ উঠল। এক ভোটার শুনানি চলাকালীনই তাঁকে কষিয়ে থাপ্পড় মারেন বলে অভিযোগ। ইতিমধ্যে ঘটনার একটি ভিডিয়ো সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে। যদিও ভাইরাল হওয়া ভিডিয়োর সত্যতা যাচাই করেনি দিন দর্পণ। তবে ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে জোর রাজনৈতিক তরজা।
ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জ বিডিও অফিসে। খুব শীঘ্রই খসড়া ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। তার আগে জোরকদমে রাজ্যে চলছে এসআইআর সংক্রান্ত কাজ। কুমারগঞ্জ বিডিও অফিসে সেই কাজ চলছিল। মাইক্রো অবজার্ভার দিব্যেন্দু গড়াই এই সংক্রান্ত কাজ করছিলেন। অভিযোগ, সেই কাজ চলাকালীন হঠাৎ করেই বেশ কয়েকজন দিব্যেন্দু গড়াইয়ের উপর চড়াও হয় বলে অভিযোগ। উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়। সেই সময় হঠাৎ করেই মাইক্রো অবজার্ভার দিব্যেন্দু গড়াইকে কষিয়ে এক ব্যক্তি থাপ্পড় মারেন বলে অভিযোগ।
যা নিয়ে তীব্র চাঞ্চল্য তৈরি হয়। খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে আসেন কর্তব্যরত পুলিশকর্মীরা। কোনও রকমে পরিস্থিতি সামাল দেয়। জানা গিয়েছে, ঘটনার পরেই আক্রান্ত ওই মাইক্রো অবজার্ভার পুলিশে ইমেলের মাধ্যমে অভিযোগ জানিয়েছেন। যদিও এখনও পর্যন্ত ঘটনায় কাউকে গ্রেফতার করা হয়নি। তবে ঘটনা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। স্থানীয় বিজেপি নেতৃত্বের অভিযোগ, প্রথমদিন থেকে নির্বাচন কমিশনের কাজে বিভিন্নভাবে বাধা দিচ্ছে শাসকদল। এবার কমিশনের কর্মী, আধিকারিকদের উপরেও হামলা ছক কষা হচ্ছে। এর পিছনে তৃণমূলই দায়ী বলে দাবি নেতৃত্বের। যদিও এহেন অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে শাসকদল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *