৩ বছর অস্ট্রেলিয়া ওপেনের ফাইনালে সাবালেঙ্কা-রিবাকিনা

রাজন্যা নিউজ ব্যুরো: বৃহস্পতিবার রড লেভার অ্যারেনায় সেমিফাইনালের বাধা টপকে বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যামের ফাইনালে জায়গা করে নিলেন এরিনা সাবালেঙ্কা এবং এলিনা রিবাকিনা।
রড লেভার এরিনায় যে এত সহজে সাবালেঙ্কা স্ট্রেট সেটে (৬-২, ৬-৩) জিতবেন তা বোঝা যায়নি। বিশেষ করে কোয়ার্টার ফাইনালে পোল্যান্ডের ইগা শিয়নটেককে স্ট্রেট সেটে যে ভাবে ইউক্রেনের এলিনা সোয়াইতোলিনা হারিয়েছিলেন, তার পর সাবালেঙ্কার বিরুদ্ধে লড়াই আশা করেছিলেন টেনিসপ্রেমীরা। কিন্তু সাবালেঙ্কা বুঝিয়ে দিলেন, তিনি যে দিন ছন্দে থাকবেন, সে দিন তাঁর সামনে কেউ দাঁড়াতে পারবেন না।
ম্যাচের শুরু থেকেই আগ্রাসী মেজাজে ছিলেন সাবালেঙ্কা। তার শক্তিশালী শটের সামনে দাঁড়াতে পারেননি সোয়াইতোলিনা। বিশেষ করে পাওয়ার টেনিসে বড় ব্যবধানে পিছিয়ে পড়েন ইউক্রেনিয়ান তারকা। প্রথম সেটেই স্পষ্ট হয়ে যায়, সাবালেঙ্কা ছন্দে থাকলে তাকে আটকানো কতটা কঠিন।
এরপর এ নিয়ে টানা চারবার অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে উঠলেন সাবালেঙ্কা। প্রথম তিনবার ফাইনালে উঠে দুবার চ্যাম্পিয়ন হয়েছেন বেলারুশ তারকা। ইভোন গুলাগং ও মার্টিনা হিঙ্গিসের পর উন্মুক্ত যুগে তৃতীয় মহিলা খেলোয়াড় হিসেবে টানা চারবার অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে উঠলেন ২৭ বছর বয়সী সাবালেঙ্কা।
উত্তেজনা যা ছিল সব খেলার বাইরের ঘটনায়। ইউক্রেন-বেলারুশের খেলোয়াড়েরা মুখোমুখি হলে যা হয়, সেটিই হয়েছে এবারও। রুশ ও বেলারুশ খেলোয়াড়দের সঙ্গে হাত মেলান না ইউক্রেনীয় খেলোয়াড়েরা। ম্যাচশেষে সভিতোলিনাও সেই ধারা বজায় রেখেছেন। দুই খেলোয়াড়ের গ্রুপ ছবিও তোলা হয়নি।
অন্যদিকে, পঞ্চম বাছাই রিবাকিনা ষষ্ঠ বাছাই জেসিকা পেগুলাকে ৬-৩, ৭-৬(৭) গেমে হারিয়ে ক্যারিয়ারের তৃতীয় গ্র্যান্ড স্ল্যাম ফাইনালে উঠলেন। ২০২২ সালের উইম্বলডন জয়ী এই তারকা চাইবেন গতবারের হারের বদলা নিয়ে অস্ট্রেলিয়ান ওপেন নিজের নামে করতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *