রাজ্যের নতুন ভারপ্রাপ্ত ডিজি হিসেবে দায়িত্ব নিলেন পীযুষ পাণ্ডে

রাজন্যা নিউজ ব্যুরো

রাজ্যের নতুন ভারপ্রাপ্ত ডিজি হিসেবে দায়িত্ব পেলেন পীযুষ পাণ্ডে। শনিবার জয়েন করার পর পীযুষ পাণ্ডে জানান, দলগত ভাবেই কাজ করার উপর জোর দেওয়া হবে। তবে ভোটের আগে কোন কোন বিষয়ে বিশেষ নজর দেওয়া হবে, সে প্রসঙ্গে এখনই মুখ খুলতে চাননি তিনি।

গত কয়েক দিন ধরেই রাজ্য পুলিশের ডিজি পদ ঘিরে জল্পনা চলছিল।ডিজি বদলের পাশাপাশি কলকাতা পুলিশের শীর্ষ পদেও পরিবর্তন এসেছে। নতুন পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব পেয়েছেন সুপ্রতিম সরকার। তিনি এত দিন এডিজি (দক্ষিণবঙ্গ) পদে ছিলেন। সূত্রের খবর এদিন, তিনি পুলিশের ট্রাফিক বিভাগকে স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, এলাকা নিয়ে যেন কোনও টালবাহানা যেন না দেখা যায়।

নতুন ভারপ্রাপ্ত ডিজি পীযুষ পাণ্ডে ১৯৯৩ ব্যাচের পশ্চিমবঙ্গ ক্যাডারের আইপিএস অফিসার। রাজ্য পুলিশের নানা গুরুত্বপূর্ণ পদে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তাঁর। ডিরেক্টর (সিকিউরিটি), এডিজি (ট্রাফিক) এবং এডিজি (কারা)-সহ একাধিক দায়িত্ব সামলেছেন তিনি।বস্তুত, এতদিন নগরপালের দায়িত্ব সামলেছেন মনোজ ভার্মা। তাঁকে কলকাতার পুলিশ কমিশনারের পদ থেকে সরিয়ে মুখ্যমন্ত্রীর নিরাপত্তার দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি হলেন ডিরেক্টর (সিকিউরিটি)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *