গুড়াফে ৫ বছরের শিশুকে ধর্ষণ করে খুন উত্তপ্ত এলাকা
কল্যাণ অধিকারী
আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসককে খুন এবং ধর্ষণের ঘটনায় উত্তাল হয়েছিল দেশ। কিন্তু তারপরেও ধর্ষণের মতো ঘটনা ঘটেই চলেছে। এবার ঘটনাস্থল গুড়াপ। পাঁচ বছরের শিশুকে ধর্ষণ করে খুনের অভিযোগ উঠল প্রতিবেশীর বিরুদ্ধে। ঘটনার পরেই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার জেরে উত্তপ্ত এলাকা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার সন্ধ্যায় পাশের বাড়িতে খেলতে গিয়েছিল শিশুটি। মেয়ে মাংস-ভাত খাবে বলে ওই সময় মাংস কিনতে গিয়েছিল বাবা। সেই সময়ে প্রতিবেশীর বাড়িতে ধর্ষণ করে খুন করার অভিযোগ উঠেছে প্রতিবেশীর বিরুদ্ধে। শোকে পাথর পরিবার। প্রতিবেশীরা সংবাদমাধ্যমে বলেন, অভিযুক্তের স্বভাব ভাল ছিল না। এর আগেও তাঁর বিরুদ্ধে নানা অভিযোগ উঠেছে। কিন্তু এমন ঘৃণ্য কাজ করবেন, সেটা কেউ কল্পনা করেননি।
পরিবার সূত্রে জানা গেছে, স্বামী-স্ত্রীর সংসারে রয়েছে দুই সন্তান। ছেলের বয়স আট। মেয়েটি পাঁচ। আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসককে খুন এবং ধর্ষণের ঘটনায় তাঁরাও হতবাক হয়েছিল। এবার তাঁদের সন্তানের সঙ্গে ঘটে গেল বর্বচিত ঘটনা। অভিযুক্তকে কঠিন সাজা দেওয়া হোক। এই ধরণের দুষ্কৃতিদের সভ্য সমাজে বেঁচে থাকার কোন অধিকার নেই। এদের একটাই শাস্তি হোক ফাঁসি।