আমতায় দামোদর নদের উপর কংক্রিটের সেতু, সম্প্রীতি উৎসবে জানালেন পুলক রায়
কল্যাণ অধিকারী এডিটর রাজন্যা নিউজ
আমতায় সম্প্রীতির আলোয় উদ্বোধন হল সম্প্রীতি উৎসব ২০২৫। বৃহস্পতিবার গোধূলি আলোয় আমতা থানার তাজপুর ঘাটকুল থেকে তাজপুর কালীতলা উৎসব প্রাঙ্গন অবধি, ধামসা মাদল সহযোগে বর্ণাঢ্য পদযাত্রার মধ্যে দিয়ে অনুষ্ঠানের সুচনা হয়। পদযাত্রায় সামিল হলেন হাজারো গ্রামবাসী। আগাগোড়া মিছিলে হাঁটলেন আমতার বিধায়ক সুকান্ত পাল সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ।
জাতীয় সংহতি, সাম্প্রদায়িক সম্প্রীতি ও সুস্থ সংস্কৃতি রক্ষার লক্ষ্যে হাওড়ার সংস্কৃতিপ্রেমী মানুষের স্বার্থে চতুর্দশ সম্প্রীতি উৎসবের সূচনা হল বৃহস্পতিবার। দামোদর নদের পশ্চিম পাড়ে তাজপুর কালীতলা প্রাঙ্গনে এদিন অনুষ্ঠানে ছিল চাঁদের হাট। মন্ত্রী-বিধায়ক, সংস্কৃতিপ্রেমী মানুষজন, দৈনিক পত্রিকার সম্পাদক-সহ হাজারো মানুষজন। এভাবেই সর্বস্তরের মানুষের অংশগ্রহণ ও উপস্থিতিতে সম্প্রীতি ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে শুভ সূচনা হল আমতা সম্প্রীতি উৎসবের।
সম্প্রীতির উৎসবে মঞ্চে গ্রাম বাংলার কৃষ্টি সংস্কৃতি তুলে ধরা হয়েছে । ইতিমধ্যে এসে পৌঁছেছে মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তা। সম্প্রীতি উৎসবের শুভকামনা জানিয়েছেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি লিখেছেন, আপনারা জাতীয় সংহতি, সাম্প্রদায়িক সম্প্রীতি ও সুস্থ সংস্কৃতি প্রসারের লক্ষ্যে, তাজপুর কালিতলা প্রাঙ্গণে আয়োজিত হচ্ছে সম্প্রীতি উৎসব। জেনে আনন্দিত হলাম। আজকের ভারতবর্ষে এইরকম উৎসব প্রতি জায়গায় হওয়া উচিৎ।
উৎসবের উদ্বোধনে পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী পুলক রায়, বিধায়ক নির্মল মাজি, বিদেশ বোস, ছিলেন জেলার সংস্কৃতি প্রেমী মানুষজন, ছিলেন দিন দর্পণ পত্রিকার সম্পাদক মহসিন আলী খান সহ বহু বিশিষ্ট ব্যক্তিত্ব। প্রত্যেককে আতিথিয়তায় ভরিয়ে দেন বিধায়ক সুকান্ত পাল। সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রেখে এমন মেলার আয়োজন সম্প্রীতির চিরন্তন বার্তা তুলে ধরে মত অতিথিদের। পুলক রায় বলেন, উৎসবের শুরুর দিন থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শুভেচ্ছা এসেছে। এইভাবেই আগামী ১৪০০ বছর ধরে সম্প্রীতির মেলবন্ধনে এগিয়ে চলুক সম্প্রীতি উৎসব। সুকান্ত যেটা করেছে এমনটা হোক সর্বত্র। একি সঙ্গে তাজপুরে দামোদর নদের উপর কংক্রিটের সেতু নির্মাণের কথাও জানিয়ে গেলেন।

