জন্মদিনে বেরিয়ে জমা জলে বিদ্যুস্পৃষ্ট হয়ে মৃত্যু তরুণীর ক্ষোভে ফুঁসছে পাড়া
কল্যাণ অধিকারী
দুদিন ধরে টানা বৃষ্টি হচ্ছে শহরে। তারমধ্যেই মর্মান্তিক ঘটনা ঘটে গেল হাওড়া সালকিয়ায়। বৃষ্টির জমা জলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক কলেজ ছাত্রীর। নাম পূরবী দাস। বয়স ২২। মর্মান্তিক ঘটনাটি ঘটে বৃহস্পতিবার রাতে সালকিয়ার তাঁতিপাড়া এলাকায়। অস্বাভাবিক মৃত্যু মামলা রুজু করে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে মালিপাঁচঘড়া থানার পুলিশ। এলাকায় শোকের ছায়া।
স্থানীয় সূত্রে জানা গেছে, সালকিয়া বাঁধাঘাট মোড়ের কাছে তাঁতীপাড়ায় বছর বাইশের পূরবী তার বোনের সঙ্গে জন্মদিনের অনুষ্ঠানে যাচ্ছিল। বাড়ি থেকে কিছুটা দূরে তার বাবার দোকানের সামনে হঠাৎই বিদ্যুৎপৃষ্ট হয়ে ছিটকে পড়ে জলমগ্ন রাস্তায়। তিনি দৌড়ে এসে মেয়েকে উদ্ধারের চেষ্টা করেন। কিন্তু বৈদ্যুতিক শক খেয়ে তিনিও রাস্তায় ছিটকে পড়েন। নিজে ইলেকট্রিশিয়ান হওয়ার কারণে চিৎকার করে মেইন সুইচ বন্ধ করার কথা বলেন। পরে স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় ওই যুবতীকে গোলাবাড়ি থানা এলাকার এক বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয়।
খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে মালিপাঁচঘড়া থানার পুলিশ। সিইএসসিকে খবর দিলে কর্মীরা এসে বিদ্যুৎ সংযোগ ছিন্ন করে দেয়। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান সামনের ল্যাম্পপোস্ট থেকে কোন বৈদ্যুতিক তার কাটা অবস্থায় ঝুলছিল। সেটা থেকেই বিদ্যুৎপৃষ্টের ঘটনা ঘটে। মালিপাচঘরা থানার পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যু মামলা রুজু করে তদন্ত শুরু করেছে।
পূরবী এমএসসি দ্বিতীয় বর্ষের ছাত্রী। ওই ছাত্রীর মৃত্যুতে দুঃখ প্রকাশ করেছেন মন্ত্রী অরূপ রায়। তিনি সাংবাদিকদের বলেন, ‘এই মৃত্যু অত্যন্ত দুঃখের। হাওড়ায় পাম্পিং স্টেশন তৈরির কাজ চলছে। সেটা চালু হলে এই সমস্যার সমাধান হবে। কাজ চলছে। একটু সময় লাগবে।’