কারসেডে লোকাল ট্রেনের কামরায় সদ্যোজাত শিশু উদ্ধার
ব্যুরো রিপোর্ট, রাজন্যা নিউজ
হাওড়ায় কারসেডে লোকাল ট্রেনের কামরা থেকে উদ্ধার হল সদ্যোজাত শিশু। উদ্ধারের পরেই তাকে ভর্তি করা হয়েছে হাওড়া অর্থোপেডিক হাসপাতালে। জানা গেছে, কারসেডে দাঁড়িয়ে থাকা লোকাল ট্রেনের কামরা থেকে কান্নার আওয়াজ পেয়ে সাফাই কর্মীরা তাকে উদ্ধার করে। হাওড়া অর্থোপেডিক হাসপাতালে শিশুটি চিকিৎসাধীন রয়েছে।
রেল সূত্রে খবর, ঠিক কি কারণে ট্রেনের কামরায় ফেলে রেখে গেল খতিয়ে দেখা হচ্ছে। পরিবারের খোঁজখবর নেওয়া হচ্ছে। তবে উদ্ধারকারীদের বক্তব্য কন্যা সন্তান বলেই এভাবে ব্যাগে করে ফেলে রেখে যাওয়া হয়েছে। শিশুটির চিকিৎসা চলছে। সুস্থ হলে চাইল্ড ওয়েল ফেয়ার কমিটিতে পাঠানো হবে এমনটাই জানা যাচ্ছে।
প্রতীকী ছবি।