হাওড়ার ডুমুরজলায় বস্তিতে ভয়াবহ আগুন

কল্যাণ অধিকারী ও ব্যুরো রিপোর্ট

হাওড়ায় বিধ্বংসী আগুন। মঙ্গলবার সন্ধ্যায় ডুমুরজলার কাছে ইছাপুর ড্রেনেজ ক্যানেল রোডের বস্তিতে আগুন লাগে। খবর পেয়ে দমকলের ৬টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। আগুন নিয়ন্ত্রণে আনতে আরও বেশ কয়েকটি ইঞ্জিন আনা হয়েছে। একযোগে কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থলে পৌঁছে তদারকি করেন রাজ্যের দমকলমন্ত্রী সুজিত বসু।

ডুমুরজলা স্টেডিয়ামের ঢিল ছোঁড়া দূরত্বে ড্রেনেজ ক্যানেল রোডের গায়ে এই বস্তি। আগুন লাগার প্রাথমিক কারণ শর্টসার্কিট হতে পারে তবে শীতের সময় কাঠ জ্বালিয়ে গা গরম করার সময় হাওয়ায় আগুন লেগে থাকতে পারে অনুমান করছেন দমকল আধিকারিকরা। সংবাদমাধ্যমের কাছে কিছু জানাতে চায়নি। আগুন লাগার ফলে গোটা এলাকা কালো ধোঁয়ায় ঢেকে যায়। বহু দূর থেকে ধোঁয়া দেখা যায়। সূত্রের খবর ১০টি ইঞ্জিন আগুন নেভাতে কাজে লাগানো হয়।

বস্তির পাশেই রয়েছে একটি আবাসন। সেখানকার বাসিন্দারাও ভয়ে বেরিয়ে আসেন। বস্তিতে সিলিন্ডার বাস্ট হওয়ার আওয়াজ শুনেছেন স্থানীয়রা। পুলিশের বিশাল টিম ঘটনাস্থলে নজরদারি চালান। ড্রেনেজ ক্যানেল রোডে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। শতাধিক ঝুপড়ি বাড়ি আগুনে পুড়েছে এমনটাই খবর। পরিস্থিতির কথা ভেবে আরও ইঞ্জিন আনা হয়। আগুন নিয়ন্ত্রণে আসে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *