রানিহাটিতে মর্মান্তিক দুর্ঘটনায় মৃত মোটর ভেহিকলস অফিসার সহ মোট ৩জন
কল্যাণ অধিকারী
১৬ নং জাতীয় সড়কে পাঁচলা থানার রাণিহাটির কাছে ট্রাকের ধাক্কায় মৃত্যু হল উলুবেড়িয়া মোটর ভেহিকলস এমভিআই আধিকারিক সহ মোট তিনজনের। ঘটনার জেরে বৃহস্পতিবার উলুবেড়িয়ার মোটর ভেহিকলস অফিস বন্ধ থাকলো।
পুলিশ সূত্রে খবর, মৃত এমভিআই আধিকারিকের নাম উজ্জ্বল কুমার জানা। মৃত্যু হয়েছে এক ট্রাফিক সিভিক ভল্যান্টিয়ারের। উলুবেড়িয়ার কৈজুরির বাসিন্দা সিভিকের নাম অরিন্দম বিশ্বাস। মৃত্যু হয়েছে লরিচালকের। বুধবার গভীর রাতে ওভারলোডিং তল্লাশি চালানোর সময় বেপরোয়া ট্রাকের ধাক্কায় মৃত্যু হয়েছে তাঁদের। ঘটনার পরেই তিনজন’কে গাববেড়িয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানেই দুজনের মৃত্যু হয়েছে জানান চিকিৎসকরা। ভেহিকলস অফিসারকে হাওড়া জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে জানান।
মৃত সিভিক ভল্যান্টিয়ার অরিন্দমের পিতা এক বছর আগে মারা যান। অরিন্দমের চাকরির উপর নির্ভরশীল ছিলেন মা, দিদি, বোন। এমনটাই পরিবার সূত্রে জানা গেছে। ওঁর বোন জানান, দাদা রাতে বাড়িতে খাওয়াদাওয়া করে দশটা নাগাদ ডিউটিতে বেড়িয়েছিল। এরপর একটি ফোন আসে। দুর্ঘটনায় মৃত্যুর কথা জানান। শোকের ছায়া নেমে আসে পরিবারে। প্রতিবেশীরা বাড়িতে ভিড় জমিয়েছেন। ভেহিকলসের এক কর্তা জানিয়েছেন, জাতীয় সড়কে একটি লরিকে আটক করে। লরির সামনে দাঁড়িয়ে সিরিয়াল লিস্ট করছিলেন। তখনি পিছন দিক দ্রুত গতিতে আসা অন্য একটি লরি ধাক্কা মারলে দাঁড়িয়ে থাকা লরির ধাক্কায় পিষ্ট হয়ে যান উজ্জ্বল বাবু, সিভিক এবং দাঁড়িয়ে থাকা লরির চালক। ঘটনার তদন্ত শুরু করেছে হাওড়া গ্রামীণ জেলা পুলিশ।
দুর্ঘটনা প্রসঙ্গে পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী হাওড়ায় জানান, “আমাদের এক সহকর্মীও দুর্ঘটনায় মারা গেছেন। সরকার মৃত ব্যক্তিদের পরিবারের পাশে রয়েছে। তল্লাশির সময় দুর্ঘটনা রুখতে কি কি ব্যবস্থা নেওয়া যায় ভেহিকেলস দপ্তরের সঙ্গে কথা বলা হবে। রাতের বেলায় দুর্ঘটনা কমানোর জন্য ভাবনাচিন্তা করা হচ্ছে। মৃতদের পরিবারের সঙ্গে কথা হয়েছে পাশে রয়েছি।”