ডোমজুড়ে সোনার দোকানে ডাকাতির মাস্টারমাইন্ড সহ মোট ৫ জন গ্রেফতার

কল্যাণ অধিকারী

ডোমজুড়ের সোনার দোকানে ডাকাতির ঘটনায় জড়িত পাঁচ জন দুষ্কৃতীকে গ্রেফতার করেছে ডোমজুড় থানা এবং হাওড়া সিটি পুলিশ। বৃহস্পতিবার তাঁদের মধ্যে দু’জনকে হাওড়া আদালতে তোলা হল। নিজেদের হেফাজতে নিয়ে জেরা করতে চান তদন্তকারীরা।

গত ১১ জুন ডোমজুড়ে আগ্নেয়াস্ত্র উঁচিয়ে দিনে-দুপুরে সোনার দোকানে ডাকাতি করে। ডাকাতির পর বিহারে পালিয়েছিলেন অভিযুক্তরা। এই ডাকাতির ঘটনায় মাস্টারমাইন্ড আশা দেবী। বছর উনপঞ্চাশের এই মহিলা ডাকাতির আগে হাওড়ার অঙ্কুরহাটিতে গত মে মাসজুড়ে ঘর ভাড়া নিয়ে ছিলেন। ডাকাতির আগে গোটা এলাকায় রেইকি করে। তার পরই ডাকাতির ছক কষে আশা দেবী এমনটাই পুলিশ সূত্রে জানা গেছে।

হাওড়া হাসপাতালে শারীরিক পরীক্ষা নিরীক্ষার জন্য নিয়ে আসে সিটি পুলিশ আধিকারিকরা। পরনে আকাশি রঙের পাড়ওয়ালা সাদামাটা শাড়ি। কপালে টিপ মাথায় সিঁদুর। মাথায় ঘোমটা টানা একেবারে আদ্যপ্রান্ত গৃহবধূ। কিন্তু ইনিই যে সমস্ত ঘটনার মাস্টারমাইন্ড দেখলে মনেই হবে না। পুলিশের অন্য একটি সূত্র বলছে, ডাকাতির আগে দুস্কৃতিরা কোথায় থাকবে, বাইক এবং গাড়ির ব্যবস্থা, লুটের জিনিসপত্র কোথায় বিক্রি করা হবে সবটাই একা হাতে সামলেছেন আশা দেবী।

হাওড়া সিটি পুলিশ ও বিহারের এসটিএফ যৌথ অভিযান চালিয়ে সমস্তিপুর, বেগুসরাই-সহ একাধিক জায়গা থেকে পাঁচজনকে গ্রেফতার করেছে। ধৃতরা হল আশা দেবী, রবীন্দ্র সাহানি, বিকাশ কুমার ঝাঁ, অলোক পাঠক এবং মণীশ মাহাতো। প্রত্যেকেই ভিনরাজ্যের বাসিন্দা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *