গঙ্গাসাগর মেলায় এসে সর্বসান্ত হলেন মহিলা

কল্যাণ অধিকারী ও ব্যুরো

সাগর স্নানের সাধ পূরণে এসে এমন পরিস্থিতির সম্মুখিন হবেন ভেবে উঠতে পারেননি এক মহিলা। নগদ টাকা, মোবাইল সহ সবকিছু খোয়া গেল। এমন পরিস্থিতির সম্মুখিন হয়ে মেলায় অস্থায়ী থানায় অভিযোগ জানিয়েও সদুত্তর মেলেনি এমনটাই সূত্রের খবর।

জানা গেছে, মহিলা পরিবারের সঙ্গে গঙ্গাসাগর এসেছেন ডুবকি দিতে। সাগর তটে বসে অপরূপ শোভা দেখার সময় ঘটে যায় বিপত্তি। জানা গেছে, ওই মহিলা পাশেই ব্যাগ রেখে ছিলেন। কে বা কারা সেই ব্যাগ নিয়ে চম্পট দেয়। এই ঘটনায় ভেঙ্গে পড়েছেন। এরপরেই প্রশাসনের দারস্ত হন ওই মহিলা। মেলা চত্বরে অস্থায়ী থানায় অভিযোগ জানাতে যান। সেখানেও তিনি অঝোরে কান্নাকাটি করতে থাকেন। পুলিশ কর্তারা তাঁকে বোঝানোর চেষ্টা করেন।

শেষ খবর পাওয়া অবধি উনি ওনার ব্যাগের খোঁজ পাননি। এত সুন্দর ব্যবস্থাপনার মধ্যেও এই ধরণের অবাঞ্চিত ঘটনা কেন ঘটবে প্রশ্ন তোলেন। পুলিশ সূত্রে জানা গেছে, ওই মহিলা কলকাতার দিক থেকে এসেছেন। কি কারণে এমন ঘটনা খোঁজ নেওয়া হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *