রাজ্যজুড়ে হাড় কাঁপানো শীত কুয়াশার হলুদ সতর্কতা
রাজন্যা নিউজ ব্যুরো কলকাতা:
বছর শেষে বঙ্গজুড়ে শীতের দাপট! উত্তর থেকে দক্ষিণ সর্বত্রই ঠান্ডায় কাবু সকলে। এই আবহে ঘন কুয়াশার হলুদ সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দফতর। দক্ষিণবঙ্গের বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, হুগলি, পশ্চিম বর্ধমান এবং দুই ২৪ পরগনা এবং উত্তরবঙ্গের ৮টি জেলায় থাকবে কুয়াশার দাপট। দৃশ্যমানতা কমতে পারে ২০০ মিটারের নীচে।
নতুন বছর শুরু হতে আর মাত্র ৩ দিন বাকি। বর্ষশেষের সপ্তাহে জাঁকিয়ে শীত। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, দক্ষিণবঙ্গে সর্বনিম্ন তাপমাত্রা অল্প হলেও স্বাভাবিকের থেকে বাড়বে। গত ৩ দিন দক্ষিণবঙ্গে পারদ ১২-১৩ ডিগ্রির ঘরে ঘোরাফেরা করেছে। রবিবার তা ১৪ ডিগ্রির ঘরে পৌঁছয়, স্বাভাবিকের থেকে যা সামান্য বেশি। দক্ষিণবঙ্গে আপাতত এমনই থাকবে সর্বনিম্ন তাপমাত্রা।
হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, সোমবার কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলে দিনের আকাশ পরিষ্কার থাকবে। সঙ্গে থাকবে কুয়াশার দাপট। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ২২ এবং ১৩ ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করবে।
হাওয়া অফিসের মতে, দক্ষিণবঙ্গের তাপমাত্রার বৃদ্ধি পশ্চিমীঝঞ্ঝার প্রভাবে। তবে, শীতের আমেজ থাকবে যথেষ্ট। যদিও বড়সড় কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই। নতুন বছরের শুরুতে ২-৩ ডিগ্রি বাড়তে পারে তাপমাত্রা। গাঙ্গেয় বঙ্গের তুলনায় পশ্চিমের জেলাগুলিতে শীতের প্রভাব থাকবে তুলনামূলক বেশি।
আবহাওয়া দফতর জানিয়েছে, পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রার পারদ ৭ থেকে ১০ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করবে। সেই সঙ্গে চলবে কুয়াশার দাপট। দৃশ্যমানতা ২০০ মিটারের নীচে নেমে আসার সম্ভাবনা তৈরি হওয়ায় হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর।
উত্তরবঙ্গের পরিস্থিতি দক্ষিণবঙ্গের তুলনায় উল্টো। সেখানে সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে নীচে থাকার সম্ভাবনা রয়েছে। সমতলে সর্বনিম্ন তাপমাত্রা ৯-১২ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করবে। উত্তরবঙ্গের উপরের ৫টি জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ৪-৬ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করার সম্ভাবনা রয়েছে বলে পূর্বাভাস হাওয়া অফিসের।
সোমবার কলকাতার তাপমাত্রা ছিল ১৩.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ০.৩ ডিগ্রি কম। শনিবার কলকাতা শীতলতম দিনটা কাটিয়েছে। ১২ ডিগ্রির ঘরে নেমে গিয়েছিল তাপমাত্রা। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, আগামী ২-৩ দিন তাপমাত্রার খুব একটা হেরফের হবে না। তবে তারপর তাপমাত্রা বাড়তে পারে।
বছরের শুরুতে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা বৃদ্ধি পাবে। কলকাতার পার্শ্ববর্তী অঞ্চল আগামী দু’দিন সর্বোচ্চ তাপমাত্রা ২২ থেকে ২৩ এবং সর্বনিম্ন ১৩ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। বছরের শুরুতে তাপমাত্রা বেড়ে ১৫ থেকে ১৬ ডিগ্রি কাছাকাছি পৌঁছে যাবে, সর্বোচ্চ তাপমাত্রা ২৪ থেকে ২৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। পশ্চিমের জেলাগুলো, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, মেদিনীপুরের তাপমাত্রা কলকাতা থেকে তিন থেকে চার ডিগ্রি কম থাকবে। তিন চার দিন পরে পশ্চিমের জেলাগুলিতে সর্বোচ্চ তাপমাত্রা সামান্য বাড়বে। আগামী দুদিন হালকা থেকে মাঝারি কুয়াশা ও বছরের শেষ এবং শুরুতে কুয়াশার পরিমাণ বাড়বে দক্ষিণবঙ্গে। দক্ষিণের বিভিন্ন জেলাগুলিতে ঘন কুয়াশার দাপট। দৃশ্যমানতা ৯৯৯ মিটার থেকে ২০০ মিটারের কাছাকাছি পৌঁছে গিয়েছে।

