আমতায় পোস্টার মেরে হাওড়া জেলায় সদস্য সংগ্রহের প্রচার শুরু আপ-এর

কল্যাণ অধিকারী

দিদির সঙ্গে তাঁর দীর্ঘদিনের সখ্য। কেন্দ্রবিরোধী বিভিন্ন ইস্যুতে মমতা দিদির পাশে থাকতে দেখা গিয়েছে তাঁকে। সেই দিদির রাজ্যে সদস্য সংগ্রহের কাজ এগিয়ে নিয়ে চলেছেন  দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। গত অগাস্ট মাসে মেদিনীপুর শহরজুড়ে আপের পোস্টার ছেয়ে গিয়েছিল। তার এক মাসের মধ্যেই গ্রামীণ হাওড়ায় আমতা-১ ব্লকের ১০নম্বর পোল এলাকায় অরবিন্দ কেজরিয়ালের ছবি সমেত আম আদমি পার্টির একাধিক পোস্টার। জল্পনা রাজনৈতিক মহলে।

স্থানীয়দের পক্ষ থেকে জানা যায়, এদিন দশ নম্বর পোল এর কাছে একাধিক জায়গায় পোস্টার মারা রয়েছে দেখা গেছে। ওই পোস্টারে অরবিন্দ কেজরিওয়াল এর ছবি দিয়ে হাওড়া জেলায় যোগদানের জন্য একটি নম্বর দেওয়া হয়েছে। পোস্টারে লেখা রয়েছে ‘নোংরা রাজনীতি করতে সাফ বাংলায় এবার আসছে আপ’। হাওড়া জেলায় সদস্য সংগ্রহের কাজ শুরু করে দিয়েছে আপ। একটি নম্বর দেওয়া হয়েছে। তাতে মিসড কল দিয়েই সদস্য হওয়া যাচ্ছে। কিন্তু গ্রামীণ হাওড়ায় পোস্টা মেরে হাওড়া জেলার সদস্য সংগ্রহ করা যা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে।

আম আদমি পার্টির হাওড়া জেলার এক সদস্যর কথায়, ‘হাওড়া জেলাজুড়ে সদস্য সংগ্রহ করা হচ্ছে। তৈরি করা হয়েছে ফেসবুক পেজ। এখনি সামনে থেকে কেউ লড়াইয়ে আসছি না। সদস্য সংগ্রহের জন্য মোবাইল নম্বর দেওয়া হয়েছে। তাতে মিসড কল দিয়ে সদস্য হওয়ার কথা বলা হচ্ছে। এই মুহূর্তে জেলা জুড়ে প্রায় ২ হাজার সদস্য রয়েছে। তিনি আরও বলেন, আমাদের লড়াই নরেন্দ্র মোদীকে হঠানোর লড়াই। তাছাড়া কোন ব্যক্তির প্রতি ভালোবাসা থাকতেই পারে। সে সদস্য যদি হয় তাতে অসুবিধার তো কিছু নেই। তাছাড়া এখনি রাজ্যের কোন ভোটে প্রার্থী দেওয়ার মতন চিন্তাভাবনা নেই এমনটাই জানান তিনি।

আপের সদস্য যতই বলুক এখনি প্রার্থী দেওয়া হচ্ছে না ঘুটি সাজানো হচ্ছে পঞ্চায়েত ভোট নিয়ে এমনটাই সূত্রের খবর। বিষয়টিকে তৃণমূল অতটা আমূল দিতে চাইছে না। তৃণমূলের একাংশের কথায়, গণতন্ত্রে সব রাজনৈতিক দল তাদের সদস্য সংগ্রহ করতেই পারে। এ নিয়ে কিছু বলাটা ঠিক হবে না। তবে বিষয়টি নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *