গুজরাটে বিরোধী দলের তকমা পাওয়াই লক্ষ্য আপের! উল্টো হিসেব কষছে হাত শিবির

কল্যাণ অধিকারী ও ব্যুরো রিপোর্ট

গুজরাটে দাঁত ফোটাতে কোমর বেঁধে নেমেছে আম আদমি পার্টি (আপ)। ১৮২ আসনের গুজরাট বিধানসভার ভোটে প্রথমবার লড়াইয়ে নামতে চলেছে কেজরিওয়ালের দল আপ। তাঁদের লক্ষ্য যত বেশি সংখ্যক আসন জিতে বিরোধী দলের তকমা পাওয়া মনে করছে রাজনীতির কারবারিদের একাংশ!

গুজরাটে ভোটের লড়াইয়ে বিগ ফ্যাক্টর পাটিদার ভোট। বিধানসভা ভোটের কথা ভেবে গত বছর গুজরাটের ১৭তম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন প্রথম পাটিদার মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল। চলতি বছরের জুন মাসে কংগ্রেস ছেড়ে বিজেপিতে যান পাটিদার নেতা হার্দিক প্যাটেল। ফলে কংগ্রেসের ভোট ব্যাংকে অনেকটাই থাবা বসাতে পেরেছে বিজেপি। এই পরিস্থিতিতে আসন্ন ভোটে কংগ্রেসের দ্বিতীয় স্থানে উঠে আসতে মরিয়া আপ।

ভারত জোড়ো যাত্রায় পথে নেমেছেন কংগ্রেসের ‘সেকেন্ড-ইন-কমান্ড’ রাহুল গান্ধী। এখন অনেকটাই ‘পরিণত’ তিনি। গুজরাটে সেতু ভেঙে পড়া নিয়ে রাজনীতি না করার কথা বলেছেন তিনি। ১৭-র ভোটে এই রাজ্যে কংগ্রেস পেয়েছিল ৭৭ টি আসন। সামনেই বেশ কয়েকটি রাজ্যে বিধানসভা ভোট। বিশেষজ্ঞদের একাংশের কথায়, কংগ্রেসের হারানো জমি পুনরুদ্ধারের লক্ষ্যেই সেপ্টেম্বর থেকে ভারত জোড়ো যাত্রায় নেমেছেন রাহুল গান্ধী। ওই সমস্ত রাজ্যের ভোটে তিনি ও বোন প্রিয়াঙ্কা পৌছাবেন ভোটের প্রচারে।

যত দিন এগোবে গুজরাট ভোট নিয়ে পারদ চড়বে। কে কাকে টপকাবে, কারা দল পাল্টাবে সবটাই আগামীতে পরিস্কার হবে। তবে মোদীর রাজ্যে ভোটের আগেই বাজার গরম করতে চাইছে আপ এমনটাই মত রাজনৈতিক মহলের একাংশের। কংগ্রেসের কাছ থেকে বিরোধী দলের জায়গা ছিনিয়ে নিতে চাইছে তারা ! যদিও কংগ্রেসের হিসেব ভোট কাটাকাটিতে বড়জোর দশ শতাংশ ভোট নিজেদের দখলে রাখতে পারবে আপ। এতেই তাঁদের মুখে হাসি ফুটবে মনে করছে কংগ্রেস সমর্থকদের একাংশ।

collected pic

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *