অপেক্ষার অবসান দক্ষিণ-পূর্ব রেলে প্রায় ১০০ শতাংশ লোকাল ট্রেন চালু
রাজন্যা নিউজ ব্যুরো
দক্ষিণ-পূর্ব রেলে সোমবার থেকে বাড়ল লোকাল ট্রেনের সংখ্যা। ১৭৮ দিন বন্ধ থাকার পর চালু হয়েছে লোকাল ট্রেন। ৫০ শতাংশ যাত্রী নিয়ে প্রথমে চালু হয় পরিষেবা। তবে সব ট্রেন চালু না হওয়ায় একাধিক স্টেশনে রেল অবরোধ চলে। এরপর ধাপে ধাপে ট্রেন পরিষেবা বাড়বে জানানো হয়েছিল রেলের তরফ থেকে। সেইমতন সোমবার ১৫ তারিখ থেকে আরও বাড়ল লোকাল ট্রেনের সংখ্যা। দক্ষিণ-পূর্ব রেলের খড়গপুর ও আমতা, হলদিয়া, দিঘা মিলিয়ে লোকাল ট্রেনের সংখ্যা হল ৭২ জোড়া।
কোন শাখায় কতগুলো ট্রেন দেখে নিন সম্পূর্ণ তালিকা।
✦হাওড়া-মেদিনীপুর ১৫
✦হাওড়া-পাঁশকুড়া ১৯
✦সাঁতরাগাছি-পাঁশকুড়া ০২
✦হাওড়া-আমতা ০৭
✦হাওড়া-হলদিয়া ০৩
✦হাওড়া-খড়গপুর ০৯
✦হাওড়া-মেচেদা ০৫
✦শালিমার-মেচেদা ০২
✦সাঁতরাগাছি-মেচেদা ০২
✦পাঁশকুড়া-দিঘা ০১
✦মেচেদা-দিঘা ০১
✦শালিমার-সাঁতরাগাছি ০২
✦হাওড়া-বালিচক ০১
✦সাঁতরাগাছি-আমতা ০১
✦পাঁশকুড়া-হলদিয়া ০১
✦হাওড়া-উলুবেড়িয়া ০১