খোঁপায় মালা অস্ট্রেলিয়ায় নামতেই আটক অভিনেত্রী, মোটা টাকা জরিমানা

দীপিকা অধিকারী ও ব্যুরো রিপোর্ট, রাজন্যা নিউজ

জনপ্রিয় দক্ষিণী অভিনেত্রী নব্যা মেলবোর্নে গিয়ে কাস্টমসের হাতে আটক হলেন। কারণটা শুনলে অবাক হবেন? আপনি কোনও দেশে গেলে সেখানকার নিয়ম শৃঙ্খলা মেনে চলতে হবে। নইলে জুটবে মোটা অঙ্কের জরিমানা। এমনটাই মেলবোর্ন বিমানবন্দরে ঘটেছে অভিনেত্রী নব্যা নাইয়ার-এর সঙ্গে। অভিনেত্রীকে দিতে হয়েছে ১.১১ লক্ষ টাকা জরিমানা।

জনপ্রিয় দক্ষিণী অভিনেত্রী নব্যা, অস্ট্রেলিয়া গিয়েছিলেন সেখানকার মলয়ালি সম্প্রদায় আয়োজিত ওনম উৎসবে শামিল হতে। যাওয়ার পথে, অভিনেত্রীর বাবা তাঁকে ১৫ সেন্টিমিটার লম্বা জুঁই ফুলের মালা কিনে দেন। যার অর্ধেক তিনি খোঁপায় লাগিয়ে নেন, বাকিটা ব্যাগে রাখেন। ভেবেছিলেন পরে পরবেন। কিন্ত সেটা আর হল না। অস্ট্রেলিয়ার ‘বায়ো সিকিউরিটি ল’ ভঙ্গ করার অপরাধে অভিযুক্ত তিনি। নব্যা অবশ্য জরিমানা দিয়ে মিটিয়ে নেন বিষয়টা।

‘বায়ো সিকিউরিটি ল’ বিষয়টি কি?

অস্ট্রেলিয়ার বাইরে থেকে এমন কোনও জিনিস প্রবেশে বাধা দেওয়া হয় যা কোনও কীটপতঙ্গ এবং রোগ বয়ে আনতে পারে। কারণ, এর ফলে সেই দেশের মানুষ, প্রাণী, উদ্ভিদ এবং পরিবেশের স্বাস্থ্যের ঝুঁকি তৈরি হতে পারে। অভিনেত্রীর কথায়, ‘‘আমি যা করেছি, সেটা সেই দেশের আইনবিরুদ্ধ। যেটা করেছি, নিজের অজান্তেই করেছি। কোনও অজুহাত দেব না। তাই পুলিশ আধিকারিকেরা যখন আমাকে এই পরিমাণ জরিমানা দিতে বলেন, কথা বাড়াইনি। কারণ ভুলটা ভুলই।’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *