প্রধানমন্ত্রীর সফরের আগে শাহজাহানের গ্রেফতার প্রচারে ঝাঁজ কমিয়ে দিল তৃণমূল!

কল্যাণ অধিকারী

নবান্ন থেকে ১০০ কিমির মধ্যে শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জনসভা। আরামবাগের কালিপুর বিজয় ক্রীড়াঙ্গন মাঠে সভার আগেই আরামবাগের আকাশ বৃহস্পতিবার থেকেই বায়ু সেনার দখলে। দিনভর চপারের আনাগোনা। নিরাপত্তা বেষ্টনীতে মুড়ে ফেলা হয়েছে সভাস্থল। ঘন ঘন অফিসারদের আনাগোনা।

আরামবাগে দুপুর তিনটে নাগাদ পৌছে প্রথমে তিনি একটি সরকারি অনুষ্ঠানে অংশ নেবেন। আধ ঘণ্টার মধ্য ওই অনুষ্ঠান শেষ করে সড়ক পথে পৌঁছে যাবেন কালীপুর মাঠে। সেখানে প্রধান বক্তা হিসেবে হাজির থাকবেন প্রধানমন্ত্রী। তার একদিন আগেই আরামবাগের আকাশে চক্কর দিচ্ছে চপার। পশ্চিম হরিপুর থেকে এসেছেন বৃন্দাবন দাস, অসীম প্রামাণিক। ওঁদের কথায়, প্রধানমন্ত্রী আসবেন তার আগের দিন আকাশে গোঁ গোঁ আওয়াজ করে চক্কর দিচ্ছে বায়ুসেনার চপার। ওটাই দেখতে এসেছি। শুক্রবারের সভায় কি উপস্থিত থাকবেন এ প্রশ্নের উত্তর দিলেন না। ঘাটালের বাসিন্দা অমিয় প্রধান জানান, ঘাটালে বন্যার সময় জলমগ্ন এলাকা পরিদর্শন এসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সঙ্গে ছিলেন সাংসদ দেব। হেলিকপ্টারে যাবার সময় কাছ থেকে হেলিকপ্টার দেখেছিলাম। তারপর এদিন আরামবাগে পৌঁছে দেখলাম প্রধানমন্ত্রী সভা করতে আসার আগে বায়ুসেনার চপার।

বিশ্লেষকদের মতে, আরামবাগে সভা দিয়ে রাজ্যে লোকসভা নির্বাচনের প্রচার শুরু করতে চলেছেন নরেন্দ্র মোদি। সন্দেশখালি নিয়েও মুখ খুলতে পারেন তিনি। তবে প্রধানমন্ত্রীর রাজ্য সফর শুরুর আগেই সন্দেশখালির তৃণমূল নেতা শাহজাহান শেখকে গ্রেফতার করেছে পশ্চিমবঙ্গ পুলিশ। তাঁকে ছ’বছরের জন্য সাসপেন্ড করেছে তৃণমূল। এই গ্রেফতারির জন্য দলের সেনাপতি অভিষেকেরই বড় কৃতিত্ব দেখছেন। তৃণমূলের একাংশের কথায়, ‘শাহজাহান শেখের গ্রেফতার হওয়ায় প্রধানমন্ত্রীর ভাষণে কাটছাঁট করতে হবে। তিনি আর বলতে পারবেন না শাহজাহানকে কেন গ্রেফতার করা গেল না! কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা না পারলেও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের জন্যই গ্রেফতার হয়েছেন দোর্দণ্ডপ্রতাপ নেতা’।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *