ভালো নেই ঐন্দ্রিলা, পাশে রয়েছে পরিবার, বন্ধু-স্বজন, সতীর্থরা
কল্যাণ অধিকারী
বড্ড কষ্ট পাচ্ছে ঐন্দ্রিলা। অল্প বয়সেই একের পর এক শারীরিক সমস্যায় কাবু। সেই কবে থেকে জীবন-মরণ লড়াইয়ে শামিল মেয়েটি। ভগবান ওকে যেন ‘লড়াই’-এর পরীক্ষা নিচ্ছে। আর ও সবেতেই ঠিকঠাক উতরে যাচ্ছে। এবারটাও ওঁকে সুস্থ করে দিও। আবার হাসিমুখে বাড়ি ফিরে যাক। তারপর ফিরে আসুক অভিনয় জগতে।
এর আগে দু-দুবার ক্যানসারে আক্রান্ত হয়। মারণ রোগকে পরাস্ত করেছে। তারপর ক’দিন আগেই প্রথমে স্ট্রোক, আজ আবার হৃদরোগে আক্রান্ত। কতটা লড়াই চালিয়ে যাচ্ছে। চোখ ভিজে যায়। ওঁর পাশে রয়েছে পরিবার, বন্ধু-স্বজন, সতীর্থরা। সর্বদা পাশে রয়েছে ঐন্দ্রিলার সবথেকে কাছের বন্ধু সব্যসাচী চৌধুরী।
আমার-আপনার আশেপাশে চেনা-অচেনার ভিড়ে কত মানুষ রয়েছে। ইচ্ছে করে তাঁদের সুস্থতা কামনা করি। ঐন্দ্রিলা তেমনি একজন। অভিনয়কে আঁকড়ে এগিয়ে চলেছে। ওরজন্য ‘অলৌকিক’ কিছু হোক। সমস্ত বিপদ কাটিয়ে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠুক। ফিরে আসুক অভিনয়ে…
ছবি ঐন্দ্রিলার ফেসবুক পেজ থেকে