রাজ্যের সমস্ত সরকারি স্কুলের পোশাকের রঙ নীল-সাদা, থাকবে ‘বিশ্ব বাংলা’র লোগো

রাজন্যা নিউজ ব্যুরো

রাজ্যের সমস্ত সরকারি ও সরকারি অনুদানপ্রাপ্ত স্কুলের পোশাক এবার থেকে হবে এক রঙের। নতুন নির্দেশিকা জারি করল পশ্চিমবঙ্গ সরকার। নির্দেশিকায় বলা হয়েছে, রাজ্যের সমস্ত সরকারি স্কুলের ইউনিফর্ম-এর রঙ হবে নেভি ব্লু ও সাদা রঙের। এবং প্রতিটি পোশাকেই থাকবে ‘বিশ্ব বাংলা’র লোগো।

প্রাক্ প্রাথমিক থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত ছেলেদের পোশাক হবে নেভি ব্লু প্যান্ট ও সাদা জামা। অন্যদিকে মেয়েদের পোশাক হবে সাদা শার্ট ও নেভি ব্লু টিউনিক ফ্রক। অষ্টম শ্রেণির পর মেয়েরা সাদা এবং নেভি ব্লু সালোয়ার-কামিজ পরবে। ছেলে, মেয়ে প্রত্যেক পড়ুয়ার পোশাকের পকেটে থাকবে ‘বিশ্ব বাংলা’র লোগো।

pic collected

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *