শেষ বেলার প্রচারে ঝড় তুলল সব দল
রাজন্যা নিউজ
কলকাতা পুরসভার ভোটের শেষ প্রচারে ডান-বাম সব পক্ষের ভোটার টানার প্রয়াস। রবিবার পুরসভার ১৪৪ টি ওয়ার্ডে ভোট। তার আগে শুক্রবার শেষ ভোট প্রচারে সব পক্ষই পথে নেমে প্রচার সারলেন।
বিধানসভা ভোটে পরাজয়ের পর প্রথম বড় ভোট বিরোধীদের কাছে। শেষ দিকে প্রচারে নামলেও প্রথম থেকে সেইভাবে প্রচারে ছিল না বিরোধীরা। একপেশে ভোট হবে এমনটা যখন ভাবছিলেন রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশ, তারপরেই জোরদার প্রচারে নামেন বিরোধী নেতা-কর্মীরা। শুক্রবার শেষ বেলার প্রচারেও কলকাতার সর্বত্র দেখা দিল প্রচারের ঢল।
আগামী রবিবার পুরসভার ১৪৪ টি ওয়ার্ডে ভোট। কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করানোর দাবি বিজেপির। সেই রায় শনিবার জানা যাবে।