‘লক্ষ্মী ভান্ডার’ ফর্ম পেতে ২১-২২ সালের রশিদ লাগবে! নোটিশ দিয়েছে অমরাগড়ি গ্রাম পঞ্চায়েত

কল্যাণ অধিকারী

না, আর কোন রাগ ঢাক নয়। দেওয়ালে নোটিশ সাটিয়ে নির্দেশ দেওয়া হয়েছে সরকারি প্রকল্প ‘লক্ষী ভান্ডার’-এর ফর্ম সহ অন্যান্য শংসাপত্র পঞ্চায়েত থেকে সংগ্রহ করতে অবশ্যই ২০২১-২২ সালের ট্যাক্সের রশিদ দেখাতে হবে। এ দৃশ্য গ্রামীণ হাওড়ার আমতা-২ ব্লকের অমরাগড়ি গ্রাম পঞ্চায়েতে।

ক’দিন আগেই বন্যার জল নেমেছে। বিপুল ক্ষতি হয়েছে কৃষি কাজে। নতুন করে ধান সহ কৃষি কাজ শুরু করার প্রস্তুতি নিচ্ছেন কৃষকরা। এমন সময়ে দুয়ারে সরকার। খুশির অন্ত ছিল না গ্রামবাসীদের। কিন্তু সরকারি প্রকল্প লক্ষী ভান্ডারের ফর্ম সহ অন্যান্য শংসাপত্র পঞ্চায়েত থেকে সংগ্রহ করতে গিয়েই চক্ষু কপালে। ফর্ম নিতে গেলে অবশ্যই ২০২১-২২ সালের ট্যাক্সের রশিদ দেখাতে হবে। এরপরেই গ্রামের মানুষজন বাধ্য হচ্ছেন রশিদ কাটাতে। গ্রাম পঞ্চায়েতের সামনে লম্বা ভিড়।

অমরাগড়ি গ্রাম পঞ্চায়েতের দেওয়ালে প্রধানের সই সহ একটি নোটিশ দেওয়া হয়েছে। সেখানে লেখা রয়েছে ‘সরকারি প্রকল্প ‘লক্ষী ভান্ডার’-এর ফর্ম সহ অন্যান্য শংসাপত্র পঞ্চায়েত থেকে সংগ্রহ করতে অবশ্যই ২০২১-২২ সালের ট্যাক্সের রশিদ দেখাতে হবে’। নোটিশের তারিখ উল্লেখ রয়েছে ০২-০৮-২০২১। অর্থাৎ তেইশ দিন আগে থেকেই সমস্তটা চলছে। বৃহস্পতিবার অমরাগড়ি গ্রাম পঞ্চায়েত এলাকায় মনুচকের একটি স্কুল দুয়ারে সরকার অনুষ্ঠিত হবে। তার আগে গ্রামের মানুষজন এসেছেন রশিদ কাটাতে ও ফর্ম নিতে।

বুধবার দেখা গেল পঞ্চায়েতের সামনে লাইনে দাঁড়িয়ে মহিলা ও পুরুষেরা। নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তির কথায়, “একটু আমাদের কথাটাও ভাবা দরকার ছিল। ট্যাক্সের রশিদ কাটাতে সময় দিতে পারতো। বন্যায় জমির ফসল ডুবেছে। কাজ নেই তার উপর এই ফরমান।”

এ প্রসঙ্গে প্রধানের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও যোগাযোগ সম্ভব হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *