লটারিতে অনুব্রত পেলেন এক কোটি
কল্যাণ অধিকারী
বাস্তবের কেষ্ট পেলেন এক কোটির লটারি! এই খবরেই লাইমলাইটে ফের অনুব্রত মণ্ডল। সপ্তাহের প্রথম দিনেই লটারি সংস্থার ওয়েবসাইটে অনুব্রতর ছবি সমেত এক কোটি টাকা পাওয়ার খবর প্রকাশিত হয়। এরপরেই চাঞ্চল্যের সৃষ্টি হয় জেলাজুড়ে। যদিও ঘনিষ্ঠ মহলে তিনি জানিয়েছেন এমন কোন লটারি তিনি পাননি। তিনি পেলেন কি পেলেন না তা প্রমাণিত না হলেও সংবাদমহলে আবারও হাসিমুখের ছবি প্রচার পাচ্ছে।
ভোটের বীরভূমে গুড়-বাতাসার গুঞ্জন হোক অথবা পঞ্চায়েত ভোটের প্রচারে পুলিশের উপরে বোম মারার নিদান সবসময় বিতর্কিত ভূমিকায় সামনে এসেছেন তিনি। আর এবার লটারিতে এক কোটি টাকা জিতেছেন তা ওয়েবসাইডে ছবি সমেত প্রকাশিত হয়েছে। আর যায় কোথায় সাংবাদিকদের ফোন পৌঁছেছে তাঁর কাছে। যদিও তিনি ছিলেন নাগালের বাইরে। যদিও তাঁর ঘনিষ্ঠ মহল সূত্রে জানা গেছে এমন কোন লটারি না-কি তিনি পাননি। তবে কি মামলা করবেন সমস্তটাই জানা যাবে তিনি মুখ খুললে।
গ্রাফিক্স রাজন্যা নিউজ