খাদ্যপ্রক্রিয়াকরণ ও উদ্যানপালন দফতর পেলেন অরূপ রায়
কল্যাণ অধিকারী
মন্ত্রিসভায় রদবদলে গুরুত্ব কমল মন্ত্রী তথা হাওড়ার বিধায়ক অরূপ রায়ের। সপ্তাহের প্রথম দিন মন্ত্রীসভার বৈঠক ডাকেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরেই জানা যায়, মন্ত্রীসভায় বেশকিছু বদল করা হয়েছে। তারমধ্যে মন্ত্রী অরূপ রায়ের গুরুত্ব কমিয়েছেন মুখ্যমন্ত্রী। দীর্ঘদিন সমবায় মন্ত্রীর দায়িত্ব সামলানো অরূপ রায়কে খাদ্যপ্রক্রিয়াকরণ ও উদ্যানপালন দফতর দেওয়া হয়েছে। তাঁর হাতে থাকা সমবায় পেয়েছেন দুর্গাপুরের প্রদীপ মজুমদার। সমবায় দফতর হাতছাড়া প্রসঙ্গে কোন মন্তব্য করেননি অরূপ রায়।