ভোটের ফলে পাঁচ রাজ্যে ভূপাতিত কংগ্রেস

কল্যাণ অধিকারী, রাজন্যা নিউজ

পাঁচ রাজ্যের ভোটে ক্ষমতা দখল করবে তারা ভাবেনি কংগ্রেসের উঁচু তলার নেতারাও। তবে ভালো ফল করবে এমনটা আশাবাদী ছিলেন। কিন্তু ফল ঘোষণা হতেই দেখা গেল ভূপাতিত কংগ্রেস। এরফলে কংগ্রেসে আরও ভাঙন ধরবে বলেই মনে করছে ওয়াকিবহল মহল।

রাহুলের বদলে প্রিয়াঙ্কা। কিন্তু কোথায় কি দাগ কাটতে পারলেনই না। উত্তরপ্রদেশে ৪০৩ আসনের মধ্যে মাত্র ২টি আসন তারা পেয়েছে। ২০১৭ সালে এসপির সঙ্গে জোট করে লড়েছিল। ৫৫টি আসন পেয়েছিল। এবার লড়াইয়ের আগেই যেন লড়াইয়ে ইতি টেনেছিল। ভোটের ফলে মাত্র ২টি আসনে সন্তুষ্ট থাকতে হল। এত বড় রাজ্যে এমন রক্তক্ষরণ কেন উত্তর খুঁজে পাচ্ছেন না কংগ্রেস সমর্থকরা। রাহুলের বদলে প্রিয়াঙ্কাকে দায়িত্বে এনেও এমন হল কেন প্রশ্ন উঠছে সর্বত্র।

রাহুলের বারবার বিদেশ চলে যাওয়া নিয়ে প্রায়শই তর্ক বাঁধে। কর্মীদের ভরসা দেবার মতন নেতা কোথায়? এমন সব প্রশ্ন ঘোরাঘুরি করে সর্বত্র। তারপরও কংগ্রেস লড়াই চালায়। এই ভোটে পাঁচ রাজ্যে কংগ্রেস এমন ভূপাতিত কবে হয়েছে !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *