আমতা লোকাল লাইনচ্যুত হওয়ায় আহত ব্যক্তিকে টাকা দিয়েও তা ফিরিয়ে নিল রেল কর্তৃপক্ষ
কল্যাণ অধিকারী ও ব্যুরো রিপোর্ট রাজন্যা নিউজ
আমতা-হাওড়া লোকাল ট্রেন লাইনচ্যুত হওয়ার ঘটনায় আহত ব্যক্তিকে ক্ষতিপূরণের টাকা দিয়েও বেশিরভাগ টাকা ফিরিয়ে নিল রেল কর্তৃপক্ষ। এই নিয়েই শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। এমন ঘটনায় হতবাক অনেকে।
জানা গেছে, গত ২৩ ফেব্রুয়ারি দুর্ঘটনার কবলে আপ আমতা লোকাল। মাজু স্টেশনে ঢোকার আগে গার্ডের দিকের তিনটি কামরা লাইনচ্যুত হয়। ঘটনায় আহত হন রেলযাত্রী জগৎবল্লভপুর এলাকার সনাতন পাল। তাঁকে চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে অন্যত্র স্থানান্তরিত করা হয়। ওই যাত্রীকে সাহায্যে এগিয়ে আসে রেল। দেওয়া হয় ২৫হাজার টাকা।
সনাতন বাবুর কথায়, তাঁকে দেওয়া ২৫হাজার টাকার মধ্যে পরে ২০হাজার টাকা রেল ফেরত নিয়ে যায়। একটি মেমোতে সই করিয়ে ওই টাকা ফেরত নিয়ে যায়। এই ঘটনায় হতবাক হয়ে যান সনাতন বাবু। বিষয়টি জানতে পারেন রাজ্যের মন্ত্রী তথা মধ্য হাওড়া বিধানসভা কেন্দ্রের বিধায়ক অরূপ রায়। তিনি সাংবাদিকদের জানান, এই ঘটনা নিন্দায় সকলে। উনি শারীরিক ভাবে কতটা অসুস্থ হয়েছেন তার থেকে বেশি মানসিক ভাবে আঘাত পেয়েছেন। এটা বোঝা প্রয়োজন ছিল।
বিষয়টি নিয়ে পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক সাংবাদিকদের জানান, ওই আহত ব্যক্তিকে ডাক্তারি পরীক্ষা করে দেখা যায় তাঁর আঘাত তেমন গুরুতর নয়, তাই টাকা ফেরত নেওয়া হয়েছে।