জুবিনদা তো আমাদের প্রাণ, উত্তর-পূর্বের রকস্টারের প্রয়াণে কাঁদছে অসম

দীপিকা অধিকারী, রাজন্যা নিউজ

জুবিন নামটাই আবেগের। ওঁর কন্ঠে ছিল আবেগ, প্রেম, ছিল বিদ্রোহ। প্রিয়া রে গানটা শুধু যে গান ছিল না আজও যুব সমাজ একবাক্যে মানে। কিছুদিন আগে ‘সাইয়ারা’ দেখে কেঁদে ভাসাচ্ছেন সকলে ছবি টিভি ক্যামেরা দেখিয়েছে। কিন্তু ২০০৮ সালে রিলিজ হওয়া প্রেমের ছবি ‘চিরদিনই তুমি যে আমার’ ছবিটার একটি গান হলভর্তি দর্শককে কাঁদিয়েছিল। ওই গানটায় সুর দিয়েছিলেন জুবিন গর্গ। আসামের ছেলে হয়েও দেশের সঙ্গীত জগতে জুবিন একজন জনপ্রিয় তারকা। আসামের ভক্তদের মতে, ভূপেন হাজারিকার পর আসামের সংস্কৃতিকে নতুন পথ দেখানো শিল্পী জুবিন।

মাত্র ৫২ বছর বয়সে সিঙ্গাপুরে স্কুবা ডাইভিং করতে গিয়ে মর্মান্তিকভাবে প্রাণ হারালেন এই জনপ্রিয় গায়ক। তাঁর আকস্মিক মৃত্যুতে স্তম্ভিত গোটা আসাম, বিস্মিত ভারতের সঙ্গীতপ্রেমীরা। হবে নাই বা কেন, জুবিন গার্গের জীবনে তিন দশকের বেশি সময়জুড়ে থাকা গানের ঝংকার হঠাৎ করেই স্তব্ধ হলো। ভক্তদের কাছে বড়ো শোকের ছায়া। ‘উত্তর-পূর্বের রকস্টার’ চলে গেলেন এটা যে তাঁদের কাছে শোকের। ভক্তদের দাবি ‘জুবিনদা তো আমাদের প্রাণ। ওঁর সুরে ছিল আবেগ, প্রেম ছিল বিদ্রোহ’।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *