বিমানবন্দরের গেটে ভাইজানকে কড়া বার্তা দিলেন CISF অফিসার!
রাজন্যা নিউজ ব্যুরো
টাইগার-৩ এর শুটিংয়ে রাশিয়া পাড়ি দেবার শুরুটা ভালো হল না ভাইজানের। মুম্বই বিমানবন্দরে CISF অফিসারের ধমক খেতে হল তাঁকে। ভিডিও প্রকাশ্য হতেই নেটপাড়ায় তুমুল চর্চা শুরু হয়েছে।
সংবাদসংস্থা সূত্রে জানা গেছে, টাইগার ৩ এর শুটিংয়ে রাশিয়া পাড়ি দিচ্ছিলেন সলমন খান। বিমানবন্দরের গেটে তাঁর ছবি তুলছিলেন পাপারাৎজিরা। বিমানবন্দরে গেটে ঢোকার নিরাপত্তা বিধি পালন হচ্ছিল না। গোঠা ঘটনা দেখে বিরক্ত হয়ে এগিয়ে আসেন CISF অফিসার। কিছুটা ধমকের সুরে সলমনকে বলে ওঠেন, আগে নিয়ম মানুন, তারপর এসব হবে।
ভিডিও ইতিমধ্যে ভাইরাল হয়েছে। CISF অফিসারের প্রশংসা করে নেটিজেনরা প্রশ্ন তুলছেন নিয়ম মেনে চলাটা প্রয়োজন ভাইজানের। বিষয়টি নিয়ে নেটপাড়ায় তুমুল চর্চা শুরু হয়েছে। উল্লেখ্য মেগা অ্যাকশন মুভি টাইগার ৩ এর শুটিংয়ে সালমান খান এবং ক্যাটরিনা কাইফ দুই মাসের সময়সূচির জন্য মুম্বাই ছেড়েছেন। রাশিয়ায় শুটিং চলবে।
প্রতীকী ছবি।