বিধায়ক সমীর পাঁজার উদ্যোগে ঘরছাড়া বিজেপি নেতা-কর্মীরা ঘরে ফিরল
রাজন্যা নিউজ
দীর্ঘদিন ঘর ছাড়া প্রায় ৩০০ জন বিজেপি নেতা-কর্মীদের বাড়ি ফেরানোর উদ্যোগ নিলেন বিধায়ক সমীর পাঁজা। তাঁর উদ্যোগে ঘর ছাড়া ওই বিজেপি নেতা-কর্মীরা বাড়ি ফিরল। এর দ্বারা রাজনৈতিক সৌজন্যের চিত্র ফুটে উঠল।
বিধানসভা ভোটের ফলাফল ঘোষণার পর থেকেই উদয়নারায়নণপুর ব্লকের সিংটি অঞ্চলের বিজেপি কর্মীরা ঘর ছাড়া হয়ে যান। বিষয়টি তিনি জানতে পেরেই বিরোধী দলের নেতা-কর্মীদের ফেরানোর উদ্যোগ নেন হাওড়া গ্রামীণ জেলা তৃণমূল কংগ্রেসের কোঅডিনেটর তথা উদয়নারায়ণপুর বিধানসভার বিধায়ক সমীর পাঁজা। খুশি ফিরেছে ওঁদের পরিবারের মুখে।
বিধায়ক জানিয়েছেন, বাংলার মানুষের রায় ওঁরা বুঝেছে। ফিরে আসতে চাইছিল জানতে পেরেই ব্যবস্থা করা হয়েছে। ওঁদের কোন সমস্যা থাকলে জানাতে বলেছি।