আবারও উঠতি অভিনেত্রীর আত্মহননের চেষ্টা
ব্যুরো রিপোর্ট রাজন্যা নিউজ
ফেসবুকে লিখে আত্মহননের চেষ্টা করলেন উঠতি এক মডেল অভিনেত্রী। জানা গেছে, ওই অভিনেত্রীর নাম দেবলীনা দে। বাড়ি বর্ধমানের কালনায়। অভিনয়ের কারণে থাকতেন কলকাতায় আবাসনে। মঞ্জুষা-পল্লবী-বিদিশার পরিণতি হতে চলা দেবলীনা চিকিৎসকদের চেষ্টায় আপাতত বিপদমুক্ত। তবে প্রশ্ন উঠছে উঠতি মডেলদের বারেবারে আত্মহননের চেষ্টা নিয়ে।
আর্থিক সমস্যা ও পারিবারিক অশান্তির জের ও প্রেমিকের কাছে প্রতারিত হয়েই এমন কঠিন সিদ্ধান্ত নেয় এমনটাই সূত্রের খবর।
ছবি সংগৃহীত