পাকিস্তান কে হারিয়ে ফাইনালে অস্ট্রেলিয়া
রাজন্যা নিউজ
ফাইনালে ওঠার আগের মুহূর্তে মুখ থুবড়ে পড়ল পাকিস্তান। বৃহস্পতিবার রুদ্ধশ্বাস সেমিফাইনাল ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে পাঁচ উইকেটে হারতে হল বাবরদের। এই জয়ের ফলে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে পৌঁছে গেল অস্ট্রেলিয়া।
উনিশতম ওভারে ম্যাথু ওয়েড তিনটি পরপর ছয় হাঁকিয়ে ম্যাচ এক ওভার বাকি থাকতেই ফয়সলা করে দেয়। প্রথম ব্যাট করে পাকিস্তানের তোলে ১৭৬ রান। এক ওভার বাকি থাকতেই পাঁচ উইকেট হারিয়ে ম্যাচ পকেটে পুড়ে নেয় টিম অস্ট্রেলিয়া। ফাইনালে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে অস্ট্রেলিয়া।